২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গ্রীষ্ম মানে

-

গ্রীষ্ম মানে গরম আনে
চরম পরিবেশ
এরই মাঝে নরম ফলের
রসালো পাই রেশ।

পরম তৃপ্তি লেগে থাকে
জিহ্বা জুড়ে সেকি!
তখন কি আর গরমটাকে
ভ্যাপসা করে দেখি?

প্রখর রোদে ঘামে ভিজে
কান্তি এলে কাজে
শান্তি খোঁজা হয় তখনই
নানান ফলের মাঝে।

ফল মওসুম গ্রীষ্ম এসে
দেয় যখনই ধরা
চাওয়া-পাওয়ার মাঝে যেন
আর থাকে না খরা।


আরো সংবাদ



premium cement