আর্জেন্টিনা ব্রাজিল দলাদলি
- সুদিপ্ত কুমার নাগ
- ৩১ মে ২০১৮, ০০:০০
সারা দেশে এখন আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে তুমুল ঝগড়া হচ্ছে। দেশের জনগণ আগে রাজনৈতিকভাবে অনেক ভাগে বিভক্ত থাকলেও এখন সবাই আর্জেন্টিনা-ব্রাজিলে বিভক্ত। আর্জেন্টিনা- ব্রাজিল দলাদলি যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মতো হতো, তাহলে কেমন ঘটনা ঘটতো তা এবার দেখে নেয়া যাকÑ
হ দেশে যেকোনো দুর্ঘটনা ঘটলেই আর্জেন্টিনার সমর্থনকারী নেতারা সব দোষ ব্রাজিলের ঘাড়ে চাপিয়ে দিতো। আবার ব্রাজিল সমর্থকরাও উল্টো সংবাদ সম্মেলন করে আর্জেন্টিনার সমর্থনকারীদের ওপর দোষ চাপিয়ে দিতো।
হ জার্মানি সমর্থকরা মাঝেমধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিল দুই দলেরই সমর্থন নিতে চাইতো এবং এরা থাকতো সুবিধাবাদী দলের মতো।
হ প্রায় সময়ই আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থনকারী দুই দলের মধ্যে সংঘর্ষ আর ধাওয়া-পাল্টা ধাওয়া হতো এবং পুলিশের লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়া লাগতো।
হ দেশে কোনো সুনামজনক ঘটনা ঘটলে দুই দলই সংবাদ সম্মেলন করে বলতো যে, ‘আমাদের দলের সাপোর্টাররা ছিল বলে আজকে আমরা এই সাফল্য পেয়েছি।’
হ আর্জেন্টিনা বা ব্রাজিল হেরে গেলে, সেই হেরে যাওয়া সমর্থনকারী দল বলতো যে, আমাদের ইচ্ছা করে হারিয়ে দেয়া হয়েছে এবং যত দিন না আমাদের জিতিয়ে দেয়া হবে তত দিন পর্যন্ত হরতাল অবরোধ চলার ঘোষণা দিতো।