০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন আলকারাজ

লাল সুরকির রাজা কার্লোস আলকারাজ - ছবি : সংগৃহীত

লাল সুরকির রাজা কার্লোস আলকারাজ। অবশেষে ফরাসি ওপেন জিতলেন তিনি। ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে হারালেন জার্মানির আলেকজান্ডার জেরেভকে। পুরুষদের তৃতীয় ও চতুর্থ বাছাই তারকার মধ্যে টান টান খেলা হয়। এক সময় ২-১ সেটে এগিয়ে গিয়েছিলেন জেরেভ। কিন্তু ছাড়ার পাত্র ছিলেন না আলকারাজ। চতুর্থ ও পঞ্চম সেট জিতে খেলা নিজের নামে করেন তিনি। ৪ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসেন রাফায়েল নাদালের শিষ্য।

প্রথম সেটের শুরুটা ভালো করেছিলেন আলকারাজ। প্রথম গেমেই জেরেভের সার্ভিস ভেঙে দেন তিনি। কিন্তু জেরেভও তৈরি ছিলেন। পরের গেমে তিনি আলকারাজের সার্ভিস ভেঙে ১-১ করেন। তৃতীয় গেমে নিজের সার্ভিস ধরে রাখেন জেরেভ। আলকারাজও ছাড়ার পাত্র ছিলেন না। ধীরে ধীরে নিজের চেনা খেলা শুরু করেন তিনি। ১-২ থেকে ৪-৩ করেন। পরের গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৫-৩ এগিয়ে যান স্প্যানিশ তারকা। সেখান থেকে আর ফেরার সুযোগ ছিল না জেরেভের। মাত্র ২০ মিনিটের লড়াইয়ে ৬-৩ প্রথম সেট জিতে যান আলকারাজ।

শুরুটা দেখে মনে হচ্ছিল, জেরেভকে দাঁড়াতে দেবেন না। কিন্তু দ্বিতীয় সেটে ফেরেন জেরেভ। শুরুর চারটি গেমে দুই তারকাই নিজেদের সার্ভিস ধরে রাখছিলেন। পঞ্চম গেমে আলকারাজের সার্ভিস ভাঙেন জেরেভ। এগিয়ে যান তিনি। পরের গেমে নিজের সার্ভিস ধরে রাখেন। সপ্তম গেমে আবার আলকারাজের সার্ভিস ভাঙেন জেরেভ। সেখানেই দ্বিতীয় সেটের ভাগ্য স্পষ্ট হয়ে গিয়েছিল। ৬-২ দ্বিতীয় সেট জিতে খেলায় ফেরেন পুরুষদের চতুর্থ বাছাই।

তৃতীয় সেটে দাপট দেখাতে শুরু করেন আলকারাজ। লাল সুরকির কোর্টে তার ভলি ও ড্রপ শটের জবাব দিতে পারছিলেন না জেরেভ। বার বার তার সার্ভিস ভেঙে ও নিজের সার্ভিস ধরে রেখে ৫-২ এগিয়ে গিয়েছিলেন আলকারাজ। অষ্টম গেমে জেরেভ কোনো রকমে নিজের সার্ভিস ধরে রেখে ৩-৫ করেন। তার পরেই চমক। সেই পরিস্থিতি থেকে পর পর চারটি গেম জেতেন জেরেভ। ৩-৫ পিছিয়ে থাকা অবস্থা থেকে ৭-৫ তৃতীয় সেট জিতে এগিয়ে যান জেরেভ।

তবে ছেড়ে দেয়ার পাত্র ছিলেন না নাদালের শিষ্য আলকারাজ। চতুর্থ সেটের শুরুতেই জেরেভের সার্ভিস ভেঙে দেন তিনি। পর পর চারটি গেম জেতেন আলকারাজ। ঝড়ের গতিতে খেলছিলেন তিনি। ফিলিপে শাঁতিয়ের কোর্টের দর্শকেরা তাকে উৎসাহ দিচ্ছিলেন। চতুর্থ সেট ৬-১ গেমে নিজের নামে করেন আলকারাজ। খেলা গড়ায় পঞ্চম সেটে।

পঞ্চম সেটেও নিজের খেলা চালিয়ে যান আলকারাজ। অন্য দিকে খেলা যত গড়াচ্ছিল তত ক্লান্ত দেখাচ্ছিল জেরেভকে। তার সার্ভিস দু’বার ভাঙেন আলকারাজ। দেখে বোঝা যাচ্ছিল, হার মেনে নিচ্ছেন জেরেভ। শেষ পর্যন্ত ৬-২ পঞ্চম সেট জিতে নিজের প্রথম ফরাসি ওপেন জিতে নেন আলকারাজ। আরো একবার খালি হাতেই ফিরতে হল জেরেভকে।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গা প্রকাশ্যে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ কর্মী ‘আওয়ামী লীগের আমলে প্রতিবছর ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে’ গাজার জাবালিয়ায় হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত ইসরাইলের ৫ এলাকায় হিজবুল্লাহর একযোগে হামলা শেষ মুহূর্তে জনমত সমীক্ষায় ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা! সোনার ছেলে বড় হয়েও যেন সোনার ছেলেই থাকে : সেলিম উদ্দিন সাফজয়ী ক্রিকেটারদের যা বললেন প্রধান উপদেষ্টা রাজস্ব আদায় বাড়ানোর উপায় খুঁজছে বাংলাদেশ কুয়াকাটায় নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলেরা ইরাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক সালমান প্যাটেলের ধাঁধায় সেঞ্চুরি হাতছাড়া গিলের, বড় লিড তুলতে ব্যর্থ ভারত

সকল