০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

রোলাঁ গারোর শিয়নটেকের হ্যাটট্রিক শিরোপা

রোলাঁ গারোর শিয়নটেকের হ্যাটট্রিক শিরোপা - ছবি : সংগৃহীত

টানা তৃতীয়বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ে ফেললেন পোল্যান্ডের ইগা শিয়নটেক। রোলাঁ গারোর ফাইনালে ইতালির জেসমিন পায়োলিনিকে স্ট্রেট সেটে একেবারে খড়কুটোর মতোই উড়িয়ে দিলেন শিয়নটেক। শনিবার ৬৭ মিনিটের লড়াইয়ে ফাইনালের ফল শিয়নটেকের পক্ষে ৬-২, ৬-১।

একই সাথে ফরাসি ওপেনে শিরোপা জয়ের হ্যাটট্রিক করে ফেললেন শিয়নটেক। এ নিয়ে ক্যারিয়ারে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন পোল্যান্ড কন্যা। ওপেন এরায় এত কম ম্যাচে কোনো মহিলা টেনিস প্লেয়ার এর আগে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি।

এর আগে মহিলাদের টেনিসে জাস্টিন হেনিন ২০০৫, ২০০৬ এবং ২০০৭ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছিলেন। ওই নজিরই এবার স্পর্শ করলেন শিয়নটেক। তিনি ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে টানা তিন বার ফরাসি ওপেন জিতলেন। সব মিলিয়ে মোট চারবার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়নটেক। ২০২০ সালেও তিনি ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন।

ফাইনালে অবশ্য ধারেভারে পায়োলিনির চেয়ে বরাবরই অনেকটাই এগিয়ে ছিলেন শিয়নটেক। তবে তিনি যে এতটা এক তরফা ভাবে ম্যাচ জিতে নেবেন, তা ভাবতে পারেননি কেউই। লাল সুড়কির কোর্টে বরাবরই দাপট দেখান ইগা শিয়নটেক। এর আগে রোলাঁ গারোয় ৩৬টি ম্যাচের মধ্যে ৩৪টিতেই জিতেছিলেন তিনি। শেষ তিনটি ম্যাচে মাত্র আটটি গেমে হেরেছেন। আর এবার যেন সব কিছু ছাপিয়ে গেলেন। অনভিজ্ঞ পায়োলিনি টিকতেই পারলেন না ইগার সামনে। পুরো কেঁপে গেলেন ইতালির প্লেয়ার।

প্রথম বার গ্ল্যান্ড স্লামের ফাইনাল খেলতে নেমেছিলেন পায়োলিনি। তার অভিজ্ঞতার অভাবই ডোবাল তাঁকে। তাও প্রথম সেটের তৃতীয় গেমে শিয়নটেকের সার্ভিস ব্রেক করে আশা জাগিয়েছিলেন পায়োলিনি। কিন্তু ওইটুকুই। এর পর পোলিশ তারকা যেন তার ওপর চড়াও হয়। পরের গেমেই পায়োলিনির সার্ভিস ভাঙেন ইগা শিয়নটেক। এর পর আর ফিরে তাকাতে হয়নি শিয়নটেককে। ম্যাচে তার যত দাপট যত বেড়েছে, তত খেই হারাতে শুরু করেন পায়োলিনি। তিনি বুঝতেই পারছিলেন না খেলার গতি কিভাবে নিয়ন্ত্রণ করবেন! প্রথম সেটে ২-৬ হারেন পায়োলিনি।

দ্বিতীয় সেটে তো পায়োলিনিকে একেবারেই দাঁড়াতে দেননি শিয়নটেক। টানা পাঁচটি গেম জেতেন তিনি। ষষ্ঠ গেমে পায়োলিনি নিজের সার্ভিস ধরে রাখলেও, ততক্ষণে ম্যাচের ফল নির্ধারিত হয়ে গেছে। সপ্তম গেমে নিজের সার্ভিস ধরে রেখে টানা তৃতীয়বার রোলাঁ গারোর রানি হলেন শিয়নটেক। সেই সাথে হলো ইতিহাসও।


আরো সংবাদ



premium cement
সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের মন্তব্য : যা বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব পশুর নদে গ্যাস ও কয়লাবাহী জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১ চুয়াডাঙ্গা প্রকাশ্যে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ কর্মী ‘আওয়ামী লীগের আমলে প্রতিবছর ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে’ গাজার জাবালিয়ায় হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত ইসরাইলের ৫ এলাকায় হিজবুল্লাহর একযোগে হামলা শেষ মুহূর্তে জনমত সমীক্ষায় ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা! সোনার ছেলে বড় হয়েও যেন সোনার ছেলেই থাকে : সেলিম উদ্দিন সাফজয়ী ক্রিকেটারদের যা বললেন প্রধান উপদেষ্টা রাজস্ব আদায় বাড়ানোর উপায় খুঁজছে বাংলাদেশ কুয়াকাটায় নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলেরা

সকল