যে ১০ জীবনদর্শন সেরেনাকে কিংবদন্তিতে পরিণত করেছে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৮
শুধু ২৩টি গ্র্যান্ড স্ল্যাম দিয়েই বিচার করা যাবে না সেরেনা উইলিয়ামসকে। সাথে রয়েছে গভীর জীবনদর্শন। নানা সময়ে তার বক্তব্যে ফুটে উঠেছে সেই জীবনবোধ। সেরেনার এ রকমই সেরা ১০ উক্তি তুলে দেয়া হলো তার অবসরের বেলায়।
এক, কোনো কিছুর মূল্যেই আমি হারতে পছন্দ করি না। তবে অবাক করার মতো হলেও এটা সত্যি আমি জিততে জিততে বড় হইনি, অনেক বাধা-বিপত্তির মধ্যে দিয়ে বড় হয়েছি।
দুই, যখন সবাই বিশ্বাস হারিয়ে ফেলবে, তখনো নিজের উপর বিশ্বাস রাখা জরুরি।
তিন, কোন পরিবেশ থেকে এসেছি, কোথা থেকে এসেছি- এগুলো একেবারেই গুরুত্বপূর্ণ নয়। স্বপ্ন এবং লক্ষ্য থাকাটা গুরুত্বপূর্ণ।
চার, সমৃদ্ধ পরিবারে আমি বড় হইনি, কিন্তু আমার পরিবারের একটা অত্যন্ত সমৃদ্ধ স্পিরিট ছিল।
পাঁচ, প্ল্যান ‘এ’ কাজ না করলে আমার প্ল্যান ‘বি’, ‘সি’, এমনকি প্ল্যান ‘ডি’ তৈরি করা থাকে।
ছয়, কাউকে নিজের থেকে বেশি পরিশ্রম করতে দেয়া উচিত নয়।
সাত, আমি ভাগ্যবান কারণ, আমার ভিতরে যেটুকু ভয় ছিল, তার থেকে জেতার খিদেটা অনেক বেশি ছিল।
আট, জয় দিয়ে একজন খেলোয়াড়ের বিচার হয় না। পড়ে গিয়ে কী করে ঘুরে দাঁড়াচ্ছে, সেটা দিয়ে বিচার হয়।
নয়, কখন সেটা আসবে, না জেনেই জীবনের একটা বিশেষ মুহূর্তের জন্য আমি বহু ঘণ্টা, অসংখ্য ঘণ্টা টেনিস কোর্টে কাটিয়েছি। সেই অজানা মুহূর্তের সন্ধান পেতে গেলে এর বিকল্প নেই। ও সব ভাগ্যটাগ্য কোনো ব্যাপার নয়।
দশ, জয় যদি স্রষ্টার উপহার হয়, হার হলো তার শিক্ষা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা