০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

টেবিল টেনিসে বাংলাদেশের শুভ সূচনা

টেবিল টেনিসে বাংলাদেশের শুভ সূচনা - ছবি : সংগৃহীত

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পদকের লড়াই শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। প্রথম দিনে আজ বাংলাদেশকে জয়ের স্বস্তি এনে দিয়েছে টেবিল টেনিস (টিটি) দল। ছেলেদের দলগত প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাংলাদেশকে জয় এনে দেন হৃদয়-রামহীম জুটি। এনইসি হলে ডাবলসের প্রথম ম্যাচে তারা ৩-০ সেটে ফিজিকে পরাজিত করেন। হৃদয়-রামহিম ১১-৭, ১১-৫, ১১-৪ গেমে জয় লাভ করেন।

দ্বিতীয় ম্যাচে সিঙ্গেলসে বাংলাদেশের রিফাত মাহমুদ সাব্বির একই ব্যবধানে জয় তুলে নেন। তৃতীয় ম্যাচে হৃদয়ের জয় তুলে নেন।

এরপর আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পরের ম্যাচে গায়ানাকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে জিমন্যাস্টিকসে আশার আলো দেখিয়েছেন আলী কাদের হক। নিউজিল্যান্ড প্রবাসী এই জিমন্যাস্ট বাছাই পর্বে নিজের বিভাগে ১৩.৭ স্কোর তুলেছেন। সর্বোচ্চ যেখানে ১৪। মূল পর্বে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

অপর দুই প্রতিযোগী সাইদ আহমেদ রাফি ও শিশির আহমেদ প্রত্যাশা পূরণ করতে পারেননি।
জিমন্যাস্টিকস কর্মকর্তা হাবিবুর রহমান জামিল জানিয়েছেন, জিমন্যাস্টিকসে বাছাই পর্বে সবগুলো দলকে তিনটি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ১ নম্বর সাব ডিভিশনে। আলী কাদের লড়েছেন ভোল্ট ও ফ্লোর ইভেন্টে। যেখানে ভোল্টে দ্বিতীয়, ফ্লোরে তৃতীয় হয়েছেন তিনি।

আজ দিনভর বাকি দুটি সাব ডিভিশনের খেলা হবে। যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ডের মতো দল আছে। সব মিলিয়ে হবে সেরা আট। যারা মূল পর্বে খেলবে।

আলী কাদের সেরা আটে খেলবে এমনটাই আশা বাংলাদেশের। জামিল বলেন, ‘আমাদের টার্গেট ছিল সেরাটা দেয়া। আশা করছি ভালো কিছু হবে। সেরা আটে যাওয়ার জন্য আলী কাদেরের সম্ভাবনা আছে। এখানে সবারই মূল লক্ষ্য সেরা আটে যাওয়া।’

এদিকে সাঁতারের পুল থেকে অবশ্য আজ ভালো খবর আসেনি। স্যান্ডওয়েলের অ্যাকুয়াটিক সেন্টারে ৫০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে চার নম্বর হিটে বাংলাদেশের সাঁতারু মাহমুদুন নবী নাহিদ আটজনের মধ্যে হয়েছেন অষ্টম। হিটেই বাদ পড়া বাংলাদেশের এ সাঁতারু ১০০ মিটার বাটারফ্লাইয়ে পুলে নামবেন ১ আগস্ট। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুই নম্বর হিটে নামা মরিয়ম আক্তার নিজের হিটে সাতজনের মধ্যে পঞ্চম হয়েছেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল