২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টিভি স্টেশনগুলোকে আরো শিশুবান্ধব করার দাবি

টিভি স্টেশনগুলোকে আরো শিশুবান্ধব করার দাবি - ছবি : সংগ্রহ

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে দেশের টিভি স্টেশনগুলোকে আরো শিশুবান্ধব করার দাবি জানানো হয়েছে।

রোববার (২০ নভেম্বর) রাত ৮ টায় দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক শিশুভিত্তিক গণমাধ্যম ‌‌‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের জনপ্রিয় অনুষ্ঠান ‘শোনো আমাদের কথা’র উদ্যোগে এক আলোচনা সভায় অংশগ্রহণ করে বক্তারা এ দাবি জানিয়েছেন।

সভাটি জুম প্ল্যাটফর্মে আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

চাইল্ড মেসেজের নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলীর সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের সদস্য শেখ মনিরুল আলম টিপু। অনুষ্ঠানটি পরিচালনা করেন চাইল্ড মেসেজের সদস্য ইফতি ও মুমতাহিনা মহি রোহা।

এ সময় সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধশতাধিক শিশু এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভায় কাজী নাবিল আহমেদ বলেন, শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুবান্ধব একটি রাষ্ট্র ও সমাজ গঠন করা আমাদের জন্য অতি জরুরি।

তিনি আরও বলেন, এ আলোচনা সভায় উত্থাপিত দাবির প্রেক্ষাপটে তিনি শিগগিরই দেশের টিভি স্টেশনগুলো যাতে আরো শিশুবান্ধব হয় সে বিষয়ে উদ্যোগ নেয়ার জন্য তথ্যমন্ত্রীকে চিঠি দেবেন। আশা করছি, দ্রুতই টিভি স্টেশনগুলো শিশুবান্ধব হবে।

প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম বলেন, আমাদের গণমাধ্যমগুলো এখনো শিশুবান্ধব হতে পারেনি। এটা খুবই দুঃখজনক।

সভায় জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু শিশুদের জন্য নতুন গান নিয়ে আসবে বলে জানিয়ে তার দল অতীতের মতো শিশুদের স্বার্থে কাজ করবে বলে জানান।

উল্লেখ্য, জনপ্রিয় এ ব্যান্ড দলটি দীর্ঘদিন ধরে চাইল্ড রাইটস অ্যাডভোকেট হিসেবে জাতিসঙ্ঘ শিশু তহবিল ইউনিসেফের সাথে কাজ করছে।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি আবারো বাড়ল স্বর্ণের দাম নওগাঁয় ২ জনের লাশ উদ্ধার তামিমের নেতৃত্বে এশিয়া কাপে বাংলাদেশ খালেদা জিয়ার সাথে আসিফ, নাহিদ, মাহফুজের শুভেচ্ছা বিনিময় এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না : নতুন সিইসি সেনাকুঞ্জে জামায়াতের আমির অন্তর্বর্তীকালীন সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় পেট্রোল স্টেশনে প্রবাসীদের নতুন কাজের অনুমতি

সকল