০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ইসলাম গ্রহণ করে আমি গর্বিত : ভারতীয় অভিনেত্রী দিপিকা

ইসলাম গ্রহণ করে আমি গর্বিত : ভারতীয় অভিনেত্রী দিপিকা। - ছবি : সংগৃহীত

ভারতীয় টিভি অভিনেত্রী নওমুসলিম দিপিকা কাকর বলেছেন, ‘ইসলাম গ্রহণ করে আমি গর্বিত। আমি মুসলিম হয়েছি-এটি আমার জন্য গর্বের।’ সম্প্রতি একটি সাক্ষাৎকারে ২০১৮ সালে ইসলাম গ্রহণকারী দিপিকা এ কথা বলেন।

শুক্রবার জিও নিউজ জানায়, ইসলামী শিক্ষা ও শিষ্টাচারে অভিভূত হয়ে ২০১৮ সালে ইসলামে প্রবেশ করেন দিপিকা কাকর।

ইসলামে দীক্ষিত হওয়ার পর এই অভিনেত্রী এখন আর দিপিকা নামে পরিচিত হন না; বরং তিনি নিজের নতুন নাম দিয়েছেন ‘ফাইজা’।

ফাইজা বলেন, ‘ইসলাম গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ আমারই ছিল। তবে আমার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবার সহায়তা করেছিল। কাউকে কষ্ট দেয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি। আমি খুশিমনে এ সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি।’

তবে ওই সাক্ষাৎকারে সব বিষয়ে কথা বলতে চাননি তিনি, ‘আমার জীবনের কিছু অংশ একান্তই ব্যক্তিগত। কেউ আমার বিষয়ে হস্তক্ষেপ করুক, তা আমার অপছন্দ।’ বললেন দিপিকা। তিনি এখন নিভৃতে জীবনযাপন করতে চান।

২০১৮ সালে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি বলেছিলেন, ‘ইসলামকে নিজের করার পর আমি খুব সুখী ও নিশ্চিন্ত। বিয়ের পর জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং আমার মানসিক প্রশান্তির পাশাপাশি আনন্দ অর্জিত হয়েছে। ইসলাম নিয়ে বেশ পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেন তিনি।

ইসলামে প্রবেশের পর এই অভিনেত্রী উগ্রবাদী হিন্দুদের রোষানলেও পড়েছিলেন।

-হামারি ওয়েব, আরি নিউজ ও জিও নিউজ অবলম্বনে বেলায়েত হুসাইন


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল