২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈদের ৭দিন বাংলাভিশনে ‘ফেয়ার প্লে’

-

ঈদের সাত দিন বাংলা ভিশনের পর্দায় থাকছে ধারাবাহিক নাটক ‘ফেয়ার প্লে’। নাটকটি লিখেছেন কথা সাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব এবং পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তিশা, আবুল হায়াত, দিলারা জামান, রুনাখান, আব্দুল্লাহ রানা, সাহেদ আলী সুজন, সুজাত শিমুলসহ অনেকে।

‘ফেয়ার প্লে’ বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত। রাত ৮টা ৪০ মিনিটে।

ফেয়ার প্লে সম্পর্কে নাটকটির নাট্যকার পলাশ মাহবুব বলেন, ফেয়ার প্লে মূলত পারিবারিক গল্পের নাটক। আমাদের দেশে পারিবারিক নাটকের একটি ঐতিহ্য আছে। কিন্তু ইদানিং সেভাবে পারিবারিক গল্পের নাটক খুব একটা দেখা যায়না। আমরা দর্শকদের একটা পরিবারের গল্প বলার চেষ্টা করেছি। আর যেহেতু ঈদের সময় বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা থাকবে সেজন্য নাটকের গল্পেও থাকছে ফুটবলের ছোঁয়া। আশা করছি নাটকটি দর্শকরা উপভোগ করবেন।

পরিচালক আবু হায়াত মাহমুদ ও নাটকটি নিয়ে বেশ আশাবাদী। তিনি জানালেন, নাটকটি নির্মাণ করে তিনি খুব সন্তুষ্ট। ভালো স্ক্রিপ্ট, শিল্পীদের দারুণ অভিনয়, চ্যানেল কর্তৃপক্ষের আন্তরিকতা সব মিলিয়ে আশাবাদী হওয়ার মতো একটি কাজ হয়েছে। বাকিটা এখন দর্শকদের হাতে।


আরো সংবাদ



premium cement