২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বের প্রথম ১৪ ইঞ্চির ডুয়াল-স্ক্রিন ওলেড ল্যাপটপ

-

আসুস বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজারে নিয়ে আসছে নতুন ল্যাপটপ আসুস জেনবুক ডুও (২০২৪) ইউএক্স৮৪০৬। যে কোনো সময়, যে কোনো স্থানে অর্থাৎ অন দ্য গো লেভেলের ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আসুসের এই ল্যাপটপটি। এর দুটি ডিসপ্লে যা প্রতিটি আকারে ১৪ ইঞ্চি। এই দুটি ডিসপ্লেই ১২০ হার্টজের ওলেড টাচস্ক্রিন ফিচারের।
আসুস এর এই ল্যাপটপটি বিশ্বের প্রথম ডুয়াাল-স্ক্রিন সেটআপ। এর ডিসপ্লেতে থ্রিকে রেজ্যুলেশন ব্যবহারকারীদের দেবে দারুণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। ইন্টেল ইভো এডিশনের এই ল্যাপটপটি ওজনে ১.৩৫ কেজি। রয়েছে এরগোসেন্সের একটি ওয়্যারলেস ব্লুটুথ কীবোর্ড এবং টাচপ্যাড ফিচার। ব্যতিক্রমী ডিজাইনের এই ল্যাপটপের কীবোর্ডটি ডিট্যাচেবল।

ল্যাপটপটিতে আরো আছে একটি বিল্ট-ইন কিকস্ট্যান্ড, যার সাহায্যে ল্যাপটপ ডিসপ্লেটি ব্যবহার করা যাবে চারটি ভিন্ন মোডে- ডুয়াল স্ক্রিন মোড, ডেস্কটপ মোড, ল্যাপটপ মোড, অথবা শেয়ারিং মোডে।
স্ক্রিন মোডে ওয়্যারলেস কীবোর্ডের সঙ্গে ব্যবহার করলে ১৯.৮ ইঞ্চি সাইজের স্ক্রিন সুবিধা দিবে। ভিউম্যাক্স ফিচারের মাধ্যমে এটি বর্ধিত স্ক্রিন হিসাবে ব্যবহার করা যাবে। অথবা দুটি স্ক্রিন আলাদাভাবে ১৬:১০ রেশিওতে ব্যবহার করা যাবে।
ডেস্কটপ মোডে ল্যাপটপটি উলম্বভাবেও ব্যবহার করা যাবে। ওয়্যারলেস কীবোর্ডের সঙ্গে যুক্ত করে এই মোডে ল্যাপটপটি ব্যবহার করলে প্রোগ্রামিং, রিসার্চ, লেখালেখি এবং বড় ডেটাশিটে অ্যাক্সেসের মতো কাজগুলো আরো সহজ হবে।

ল্যাপটপটির ব্লুটুথ কীবোর্ডটি ব্যবহার করার সময় একটি পোগো-পিন কানেক্টরের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে এটি চার্জ করা যাবে। ল্যাপটপটির নিচের দিকের স্ক্রিনটি প্রয়োজন হলে একটি ফুল সাইজ ভার্চুয়াল কীবোর্ড হিসাবে কনফিগার করা যাবে।
এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ প্রসেসর, ৩২ গিগাবাইট র্যাম এবং ২ টেরাবাইট পিসিআইই ৪.০ এসএসডি পর্যন্ত মেমোরির সুবিধা। কাজ করার পাশাপাশি এবং গেম খেলার জন্য ল্যাপটপটি দিবে দুর্দান্ত পারফরম্যান্স। এর অডিও ভিজ্যুয়াল কোয়ালিটিও প্রিমিয়াম লেভেলের।
এতে আরো আছে ২টি থান্ডারবোল্ট ৪ পোর্ট, ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ এবং এইচডিএমআই ২.১ ইন্টারফেস যা সব মিলিয়ে জটিল কাজগুলো সহজেই পরিচালনা করতে সক্ষম করে তুলে এই ডিভাইসটিকে। এর ৭৫ ওয়াট-ব্যাটারি আর দ্রুত চার্জিংয়ের সুবিধা থাকায় ঘরের বাইরে বা ভ্রমণের সময় অনায়াসে ল্যাপটপটি ব্যবহার করা যাবে দীর্ঘ সময় ধরে। আসুস খুব শিগগিরই দেশের বাজারে নিয়ে আসছে এই ল্যাপটপটি।


আরো সংবাদ



premium cement