বিসিএসের নতুন সভাপতি সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান
- প্রযুক্তি ডেস্ক
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী এবং শাখা কমিটিসমূহের নির্বাচন গত ০৩ এপ্রিল বুধবার রাজধানীর মিন্টো রোডের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত এই নির্বাচনে দেশব্যাপী সমিতির ২১৫০ ভোটারের মধ্যে ১৪৬৬ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ১৪৩৭টি ভোট বৈধ হিসেব গণনা করা হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পান সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া।
কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৯ জন প্রার্থীর মধ্যে সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া (১৩৫০), স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূইয়া (১৩৪৫), মিজান ট্রেডের স্বত্বাধিকারী আনিসুর রহমান (১৩৩৩), টেকনো প্ল্যানেট সিস্টেমসের স্বত্বাধিকারী মো. মনজুরুল হাসান (১২৬২), নেওয়াজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এইচএম. শাহ নেওয়াজ (১২১৯), মাইক্রোসান সিস্টেমস স্বত্বাধিকারী এস.এম ওয়াহিদুজ্জামান (১১০২) এবং সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার (৯৮৯)- এই সাতজন পরিচালক হিসেবে কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির নির্বাচিত পরিচালকদের মধ্যে পদবণ্টনের নির্বাচনে ইঞ্জি. সুব্রত সরকার সভাপতি, মো. রাশেদ আলী ভূঁঞা সহ-সভাপতি, মো. কামরুজ্জামান ভূঁইয়া মহাসচিব, আনিসুর রহমান কোষাধ্যক্ষ, মো. মনজুরুল হাসান এবং এইচএম শাহ নেওয়াজ পরিচালক পদে নির্বাচিত হন। আগামী ৩০ এপ্রিল বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা