দেশের বাজারে আইটেলের নতুন স্মার্টফোন
- প্রযুক্তি ডেস্ক
- ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৫২
আইটেল বাংলাদেশের বাজারে উন্মোচন করল তাদের নতুন আরো একটি স্মার্টফোন আইটেল পি-৫৫। ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে নতুন আইটেল পি-৫৫-এর ইনোভেটিভ ফিচার এবং ডিজাইন স্মার্টফোনপ্রেমীদের সন্তুষ্টি আরো বাড়িয়ে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। আইটেল পি-৫৫ স্মার্টফোনে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি পাঞ্চহোল ডিসপ্লে আছে, পাশাপাশি নোটিফিকেশন দেখানোর জন্য ডায়নামিক বার সাপোর্ট রয়েছে যা অন্যরকম অভিজ্ঞতা দেবে।
আইটেল পি-৫৫ স্মার্টফোন এসেছে দু’টি আলাদা ভ্যারিরেন্টে : ২৪জিবি (৮ জিবি+১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম) এবং ১২ জিবি (৪ জিবি+৮ জিবি এক্সটেন্ডেড র্যাম), উভয় ভ্যারিয়েন্টের সাথেই আছে ১২৮ জিবি স্টোরেজ (রম)। যেখানে পছন্দের অ্যাপ, গেমস, ছবি ও ভিডিও রাখার জন্য পর্যাপ্ত স্পেস রয়েছে। বিগ র্যাম ও মেমরি থাকার জন্য গেম খেলা থেকে মাল্টিটাস্কিং সব ক্ষেত্রেই আইটেল পি-৫৫ স্মার্টফোনটি নিশ্চিত করবে ভালো পারফরম্যান্স।
শক্তিশালী টাইগার-৬০৬ অক্টোকোর প্রসেসর ও লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম রয়েছে এই নতুন স্মার্টফোনে। এ ছাড়া গেমার এবং যারা খুব বেশি স্মার্টফোন ব্যবহার করে তাদের জন্য আইটেল পি-৫৫ এনেছে আইবুস্ট, এটি একটি শক্তিশালী গেম বুস্টার ফিচার যা গেমিং পারফরম্যান্স স্মুথ গেমপ্লে ও গেমিং করার সময় কম ল্যাগ নিশ্চিত করবে।
আইটেল পি-৫৫ স্মার্টফোনটিতে রয়েছে ৫০ এমপি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। ব্যবহারকারীরা যা দিয়ে স্পষ্ট, হাইরেজুলেশনের ছবি তুলতে পারবে পাশাপাশি কম আলোতেও ক্লিয়ার এবং উজ্জ্বল ছবি তুলতে পারবে। সামনে থাকা আট এমপি ক্যামরায় ভালো সেলফি, ভিডিও কল নিশ্চিত করবে।
আইটেল পি-৫৫ স্মার্টফোন রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জার ও পাঁচ হাজার এমএএইচের ব্যাটারি। আইটেল পি-৫৫-এর দাম ১১ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা