এআই চিপ তৈরিতে সক্রিয় হুয়াওয়ে
- প্রযুক্তি ডেস্ক
- ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
স্মার্টফোন থেকে শুরু করে নেটওয়ার্কিংয়ের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে হুয়াওয়ে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ তৈরিতে সক্রিয় হচ্ছে কোম্পানিটি। চীনের প্রযুক্তি কোম্পানিটি অ্যাসেন্ড ৯১০-বি এআই চিপের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে নির্দিষ্ট কিছু কারখানায় মেট ৬০ সিরিজের স্মার্টফোন উৎপাদনও কমিয়ে দেয়া হবে বলে জানা গেছে। সম্প্রতি চীনে বিক্রির দিক থেকে অ্যাপল হ্যান্ডসেটকে ছাড়িয়ে গেছে হুয়াওয়ের মেট ৬০ স্মার্টফোন। তবু হুয়াওয়ে বিশ্বাস করে স্মার্টফোনের চেয়ে বর্তমানে তাদের এআই চিপ তৈরিতে অগ্রাধিকার দেয়া উচিত। তার কারণ চীনে এআই চিপের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। সে ক্ষেত্রে হুয়াওয়ে অ্যাসেন্ড ৯১০-বি চিপটি উন্নত এআই মডেল তৈরি করতে সক্ষম করে। চীনজুড়ে এ চিপের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চীনা এআই ডেভেলপাররা বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে উচ্চমানের এআই চিপ কিনতে বাধার সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা এনভিডিয়ার এইচ ১০০-এর মতো চিপের সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের অভিমত হয়তো হুয়াওয়ে অ্যাসেন্ড লাইনআপের মাধ্যমে চীনে এআই চিপের চাহিদা পূরণে কাজ করবে। এ পদক্ষেপটি চীনের দ্রুত বর্ধনশীল এআই খাতে অন্যতম শীর্ষ নির্মাতা হিসেবে হুয়াওয়ের অবস্থানকে আরো দৃঢ় করবে বলেও ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এআই পণ্যগুলো বাজারে উন্মোচনের আগে চীনা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়া প্রয়োজন পড়ে থাকে। এ জন্য স্মার্টফোনের নির্মাণে ওপর গুরুত্ব না দিয়ে হুয়াওয়ে এআই চিপ তৈরিতে কাজ করছে। বেশির ভাগ প্রযুক্তি বিশেষজ্ঞ এআইকে অসীম রূপান্তরের সম্ভাবনাময় একটি গুরুত্বপূর্ণ উদীয়মান প্রযুক্তি হিসেবে বিবেচনা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা