২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কালারফিট ক্যালিবার গো স্মার্টওয়াচ

কালারফিট ক্যালিবার গো স্মার্টওয়াচ -

সম্প্রতি ভারতের বাজারে কালারফিট ক্যালিবার গো স্মার্টওয়াচ উন্মোচন করেছে নয়েজ। নতুন উন্মুক্ত হওয়া স্মার্টওয়াচটি সাশ্রয়ী মূল্যের। এর দাম ২ হাজার রুপির মধ্যে। বোট, শাওমি, রিয়েলমি বা বাজারে থাকা এমন আরো কিছু ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করবে নতুন এ ঘড়ি এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।
নয়েজ কালারফিট ক্যালিবার গো’র ডান পাশে একটি চার কোনা ডায়াল থাকবে। ডিভাইসটিতে ১ দশমিক ৬৯ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে থাকবে, যার রেজল্যুশন ২৪০ বাই ২৮০ পিক্সেল। এতে সর্বোচ্চ ৫০০ নিটস পিক পর্যন্ত উজ্জ্বলতা পাবে ব্যবহারকারী। স্মার্টওয়াচটি হবে পানি নিরোধক।
ফিটনেস বা শারীরিক সুস্থতা পরিমাপের জন্য নয়েজ কালারফিট ক্যালিবার গোয় একটি হৃৎকম্পন মাপার মনিটর থাকবে। এ ছাড়া রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক এসপিও২ সেন্সরও থাকবে। সেই সঙ্গে ঘুম ও মানসিক চাপও অনুসরণ করা যাবে। পরিধানযোগ্য এ ডিভাইসে ৪০টি ওয়ার্কআউট মোড থাকবে। সেই সঙ্গে এটি ক্যালরি, পদক্ষেপ, কতটা দূরত্ব হলো এবং আরো অনেক কিছু ট্র্যাক করতে সক্ষম।
নয়েজ কালারফিট ক্যালিবার গোয় ৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ইউনিট থাকবে, যেটা পরিপূর্ণ চার্জ করলে ১০ দিন পর্যন্ত চলবে। ১ হাজার ৪৯৯ রুপিতে ভারতের বাজারে মিলবে এ স্মার্টওয়াচ।

 


আরো সংবাদ



premium cement