২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টিকটকে আসছে নিয়ারবাই ফিড

জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ব্যবহারকারীর কাছে স্থানীয় কনটেন্ট পৌঁছাতে নিয়ারবাই নামে একটি ফিড পরীক্ষা করছে
টিকটকে আসছে নিয়ারবাই ফিড -

নতুন এই ফিড চালু হলে টিকটক হোম ট্যাবে থাকা তৃতীয় ফিড হবে এটি। বর্তমানে ফর ইউ ও ফলোয়িং নামে দুটো ফিড আছে প্ল্যাটফর্মটিতে।
ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের কনটেন্ট পরামর্শ দেওয়া ও তার অনুসরণ করা অ্যাকাউন্টের কনটেন্ট দেখা যায় টিকটকের মূল ফিড ফর ইউ-তে। আর ফলোয়িং ফিডে দেখা যায় ব্যবহারকারীর বন্ধুদের পোস্ট করা ভিডিও কনটেন্ট। নতুন এই ফিডের নাম থেকেই বোঝা যায় যে এটি স্থানীয় কনটেন্ট প্রচারের উদ্দেশ্যে তৈরি। তবে ধারণাটি কেবল ব্যবহারকারীকে প্রাসঙ্গিক ভিডিও খুঁজে পেতে সাহায্য করবে না, বরং আশপাশের বিভিন্ন চমকপ্রদ আয়োজন ও জায়গাও খুঁজে দেবে। দক্ষিণপূর্ব এশিয়ায় ব্যবহারকারীদের একটি ছোট দল নিয়ে এই ফিচার পরীক্ষা করেছে টিকটক। নিজেদের হোম ট্যাবে তিনটি ফিড দেখতে পারবেন এই পরীক্ষার জন্য বাছাইকৃত ব্যবহারকারীরা। তবে, ফিচারটি চালু করতে টিকটক অ্যাপকে ডিভাইস লোকেশনের প্রবেশাধিকার দিতে হবে ব্যবহারকারীকে।
নিয়ারবাই ফিড চালুর মাধ্যমে স্ন্যাপচ্যাটকে ধরার চেষ্টা করছে টিকটক, যেখানে এরই মধ্যে একই ধরনের ফিচার আছে। একটি ম্যাপের মাধ্যমে কাছাকাছি জায়গার বিভিন্ন কনটেন্ট দেখতে পারেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারী। সম্প্রতি নিজস্ব অ্যাপে একই ধরনের একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম, যেখানে ব্যবহারকারী অন্যদের কনটেন্ট দেখার মাধ্যমে বিভিন্ন নতুন জায়গা খুঁজতে পারেন।


আরো সংবাদ



premium cement