অ্যাপল ব্যবহারকারীদের সতর্ক হওয়ার আহ্বান
- আহমেদ ইফতেখার
- ২৪ আগস্ট ২০২২, ০০:০০
সম্প্রতি নিজস্ব অপারেটিং সিস্টেমে একটি সফটওয়্যার বাগ খুঁজে পেয়েছে অ্যাপল। ফলে ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে ডিভাইসের সফটওয়্যার আপডেট করতে জরুরি বার্তা দিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
অ্যাপল জানিয়েছে, সফটওয়্যার বাগের ফলে আইফোন, ম্যাকবুক, আইপ্যাড বা অ্যাপল ওয়াচের যেকোনো জায়গায় রাখা গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। ডিভাইসের অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ দখল করতে পারবে হ্যাকাররা। অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা নিজেদের কোডও জুড়ে দিতে পারবে।
তাই নিরাপত্তা বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের আক্রান্ত ডিভাইসগুলো আপডেট করার পরামর্শ দিয়েছেন। যার মধ্যে রয়েছে- আইফোন ৬এস এবং এর পরবর্তী মডেলগুলো, আইপ্যাডের পঞ্চম প্রজন্মসহ বেশ কয়েকটি মডেল, যেখানে রয়েছে সব আইপ্যাড প্রো মডেল এবং আইপ্যাড এয়ার ২ এবং ম্যাকওএস মনটেরেতে চালিত ম্যাক কম্পিউটারগুলো। এই ত্রুটি কিছু আইপডকেও আক্রান্ত করতে পারে।
ক্রেতাদের অ্যাপল ডিভাইস আপডেট করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, তবে এই সতর্কবার্তা পেয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ভয় না পেয়ে শুধু সফটওয়্যার আপডেট করে নিলেই হবে।
গবেষকরা জানিয়ছেন, বর্তমানে সারা বিশ্বে কোটি কোটি ফোন-আইপ্যাড ব্যবহার করা হচ্ছে। এমন নয় যে সবগুলোই সমস্যা দেখা দিচ্ছে। শুধু সাবধান থাকতে এক বার সফটওয়্যার আপডেট করে নিতে হবে। তা হলেই আর সমস্যা থাকবে না। এটি তথ্য সুরক্ষার বিষয়। তাই সফটওয়্যার আপডেট করায় গাফিলতি না দেখানোই ভালো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা