শাওমি ১২ লাইট
- ২৪ আগস্ট ২০২২, ০০:০০
ইউরোপের বাজারের পরে এশিয়ার বাজারেও মিলছে শাওমি ১২ লাইট। এই মিড-রেঞ্জের ডিভাইসকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দু’টি প্রধান দেশ, ফিলিপাইন এবং মালয়েশিয়ায় উন্মোচন করা হয়েছে। শাওমি ১২ লাইট স্মার্টফোনে একটি ৬.৫৫-ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, অ্যাডাপ্টিভ স্ক্যান, ডলবি ভিশন এবং এইচডিআর ১০+ টেকনোলজি সমর্থন করে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি মিড-রেঞ্জ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ডুয়াল-ব্যান্ড ৫জি সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন দ্বারা চালিত।
ফটোগ্রাফির জন্য শাওমির এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলো হলো ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর হ্যান্ডসেটের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে, এটি ডলবি অ্যাটমস সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম অফার করে। শাওমি ১২ লাইট স্মার্টফোনে ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৬৭ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা