ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মেটা
- আহমেদ ইফতেখার
- ৩০ জুলাই ২০২২, ০০:০০
ব্যবসা প্রসারের বেলায় সর্বোচ্চ অর্জনের জায়গাটি ইতোমধ্যেই অর্জন করে ফেলেছে জাকারবার্গ। জনপ্রিয়তার বিচারে মেটার সবচেয়ে সফল প্ল্যাটফর্ম ফেসবুকের জন্য এখন বড় হুমকি টিকটক; অন্য দিকে বিজ্ঞাপনী আয়ের ক্ষেত্রেও কঠোর প্রতিযোগিতার মুখে পড়ছে ফেসবুক। প্রায় দুই দশকের ইতিহাসে প্রথমবারের মতো বিজ্ঞাপনী আয় কমেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তিন মাসে মেটার মোট কামাই ১ শতাংশ কমে নেমে এসেছে দুই হাজার ৮৮০ কোটি ডলারে। তবে বছরের প্রথম প্রান্তিকে সেবাগ্রাহকের সংখ্যা কমলেও দ্বিতীয় প্রান্তিকে সেটি ঠেকাতে পেরেছে মেটা।
বৈশ্বিক বিজ্ঞাপনী বাজারের ২০ শতাংশ নিজের কব্জায় রেখেছে মেটা। কিন্তু বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় কোম্পানিটি বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছে যে, সামনের মাসগুলোতে বিজ্ঞাপনী আয় আরও কমার আশঙ্কা করছে তারা।
মহামারী পরবর্তী বিশ্বে অনলাইন কেনাকাটার হার কমার পাশাপাশি ইউক্রেইন যুদ্ধের প্রভাবে সৃষ্ট মুদ্রাস্ফীতিতে বৈশ্বিক মন্দার শঙ্কা করছে প্রযুক্তি বাজারের প্রথমসারির কোম্পানিগুলো। আর্থিক প্রতিবেদন প্রকাশের সময়ে সেই শঙ্কা নিয়েই বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছে মেটা।
মন্দার শঙ্কায় ইতোমধ্যেই সামনের বছরজুড়ে নতুন কর্মীর নিয়োগ প্রক্রিয়া সীমিত করে আনার কথা বলেছেন মেটা প্রধান জাকারবার্গ। কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ নতুন খাতে নেয়ার পরিকল্পনাও করেছে মেটা। এর মধ্যে সবচেয়ে প্রতিশ্র“তিশীল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে মেটার ভার্চুয়াল রিয়ালিটি প্ল্যাটফর্ম হরাইজন ওয়ার্ল্ডস।
যুক্তরাষ্ট্রের বাজার পর্যাবেক্ষক সংস্থা ফেডারেল ট্রেড কমিশনের (এফিটিসি) সমালোচনার মুখেও পড়েছে মেটা। মেটা ভার্চুয়াল রিয়ালিটি প্ল্যাটফর্ম উইদিন আনলিমিটেড কিনে ভিআর খাতে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, এই আশঙ্কায় কোম্পানির বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছে ভোক্তা অধিকার সংস্থাটি। মেটাকে ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তিকেন্দ্রিক পরিকল্পনা থেকে মুনাফা পেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে এবং সাম্প্রতিক বছরগুলোতে মেটার ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর সুযোগও কম।
বিশেষজ্ঞদের মতে ফেসবুক এখন একটি ব্যবসা প্রসারের সম্ভাবনা তলানিতে গিয়ে ঠেকা প্রতিষ্ঠান। বছরের প্রথম প্রান্তিকে প্রথমবারের মতো নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পাওয়া গেছে। বাজারের পরিবর্তনের সাথে তাল মেলাতে ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যালগরিদমে পরিবর্তন এনে মেটা এখন নিজস্ব প্ল্যাটফর্মগুলোকে টিকটকের আদলে সাজানোর চেষ্টা করছে; ব্যবহারকারী যাদের ফলো করেন না, এমন অ্যাকাউন্টের পোস্টও দেখানো হচ্ছে তাদের। আর মেটার এই ব্যবসায়িক কৌশলে বিরক্ত ব্যবহারকারীরা।
গত মাসে ফেসবুকে প্রতিদিন ১৯৭ কোটি ব্যবহারকারী লগ-ইন করছেন। মার্চ মাসে যা ছিল ১৯৬ কোটি। আর জুন মাসে মেটার মালিকানাধীন অ্যাপগুলোর কোনো একটিতে দৈনিক একবার ব্যবহার করেছেন এমন ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৮৮ কোটি। মার্চ মাসে এই ব্যবহারকারীদের সংখ্যা ছিল ২৮৭ কোটি। ব্যবহারকারীরা কোম্পানির অ্যাপগুলোতে বেশি সময় দিচ্ছেন জেনে নিজে খুশি বলে জানিয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। তবে ব্যবহারকারীর সংখ্যা না কমলেও কমেছে কোম্পানির মুনাফা। দ্বিতীয় প্রান্তিকে মেটার মুনাফা ৩৬ শতাংশ কমে নেমে এসেছে ৬৭০ কোটি ডলারে। এই পরিস্থিতিতে মেটা ধীরগতিতে হলেও ভিন্ন ভিন্ন খাতে বিনিয়োগ চালু রাখবে বলে জানিয়েছেন জাকারবার্গ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা