২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টিকটকে কাস্টম অ্যাভাটার ফিচার

-


টিকটক প্লাটফর্মে ‘কাস্টম অ্যাভাটার’ নামে নতুন একটি ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের একটি কাস্টমাইজড অ্যানিমেটেড অ্যাভাটার তৈরি করতে পারবেন। নতুন এই ফিচার বিশ্বব্যাপী চালু হয়েছে ৭ জুন সোমবার।
অ্যাপলের মেমোজি, স্ন্যাপচ্যাটের বিটমোজি এবং মেটার অ্যাভাটারের মতো ফিচারকে টিকটকের নতুন ফিচার টক্কর দিতে পারবে।
টিকটকের বিভিন্ন ইফেক্টসের পাশাপাশি অ্যাপটির ক্যামেরার মাধ্যমেও ফিচারটিতে প্রবেশ করা যাচ্ছে। এই ফিচারটি ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপে প্রবেশ করতে হবে। পরপরই ক্যামেরার সেলফি মোডে গিয়ে ইফেক্টস অপশনে চাপ দিয়ে অ্যাভাটারের ইফেক্ট বাছাই করতে হবে।
ব্যবহারকারীরা এতে প্রিসেট করা কোনো অ্যাভাটার ব্যবহারের পাশাপাশি নিউ অপশনে চাপ দিয়ে নতুন অ্যাভাটার তৈরি করতে পারবেন। নিউ অপশনটির মাধ্যমে ব্যবহারকারী অ্যাভাটারের চেহারার আকার, ত্বকের রঙ, চুলের ধরন এবং বিভিন্ন সামগ্রী কাস্টমাইজ করে দিতে পারবেন, যার মধ্যে মেকআপের মতো কাজগুলো রয়েছে। কাস্টমাইজ করার পর ব্যবহারকারী অ্যাভাটারের মাধ্যমে নিজের চাল চলন ও চেহারার অভিব্যক্তির ভিডিও রেকর্ড করতে পারবেন।
এই নতুন ফিচারের সম্পৃক্ততা বাড়াতে চায় টিকটক। নতুন এই অভিজ্ঞতা যেন সব ব্যবহারকারীর সত্যিকারের রূপকে প্রতিনিধিত্ব করে, সেটি নিশ্চিত করতে ফিচারটি উন্নত করার ও এর উদ্ভাবন বাড়ানোর কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলেছে টিকটক।
টিকটকের অ্যাভাটার সম্ভবত ছদ্মবেশী কনটেন্ট নির্মাতারাও ব্যবহার করতে পারবেন। টিকটকের অ্যাভাটারের সাথে বিদ্যমান ভয়েস ইফেক্টসকে সমন্বয় করে নিজের পরিচয়কে আরো গোপন করতে পারবেন ব্যবহারকারী।


আরো সংবাদ



premium cement