নারী বান্ধব ই-কমার্স খাত তৈরীতে কাজ করতে চাই
- শারমিন নাহার
- ০৪ জুন ২০২২, ০০:০০
অনলাইনে নারী উদ্যোক্তাদের কেউ পোশাক, কেউ গয়না, কেউ হাতে তৈরি জিনিস, কেউ তৈরি খাবারসহ নানা পণ্য বিক্রি করছেন। অনেকে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার কাজ করছেন। কেউ শৌখিন পণ্য নিয়ে ব্যবসায় করছেন। সংসারের চাপ সামলে অনেকের পক্ষে চাকরি করা সম্ভব হয়নি। নিজে কিছু করবেন বলে স্বাধীন এ ব্যবসায় আগ্রহ বাড়ছে নারীদের।
আমাদের দেশের নারীরাও ই-কমার্স মতো ব্যবসায় ভালো করছেন। তার উৎকৃষ্ট উদাহরণ নুসরাত আক্তার লোপা।
তিনি হুর নুসরাত (facebook.com/HURnusrat))-এর স্বত্বাধিকারী। দেশীয় কাপড় ও ডিজাইনকে বিশ্বব্যাপী পরিচিত করার আশা নিয়ে নুসরাত ২০১৩ সালের মার্চে চালু করেন ‘হুর নুসরাত’। বর্তমানে নারী উদ্যোক্তাদের কাছে তিনি অনুসরণীয় ব্যক্তিত্ব। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অনেক সম্মাননা। শুধু বিজনেস নয়, নারীদের উন্নয়নে তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমও করছেন। অনেক নারীর কর্মসংস্থান করেছেন নিজের প্রতিষ্ঠানে।
শুধু চার বোন হওয়ায় পরিবারে ভাই না থাকায় চলার পথে অনেক বাধাবিপত্তি এসেছে। ২০১৩ সালে ব্যবসায় শুরুর আগে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ফেসবুকে পেজ তৈরি করেন। হাতে থাকা এক হাজার ২০০ টাকা নিয়ে শুরু করা ব্যবসায় এখন সাড়ে তিন শতাধিক কর্মী রয়েছে। নিজের ৬৫টি তাঁত, তিনটি স্ক্রিন প্রিন্ট ফ্যাক্টরি, একটি করে অ্যামব্রয়ডারি ও ব্লক ফ্যাক্টরি রয়েছে। নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা সব সময় ছিল। নিজের একটা আলাদা পরিচয় তৈরি করা। সেই চিন্তা থেকেই ব্যবসায় শুরু। নুসরাত সম্পূর্ণ দেশীয় কাপড় নিয়ে কাজ করেন। তিনি নিজেই এসবের ডিজাইন করেন। তারপর সেগুলো বানানোর জন্য কারিগরদের বুঝিয়ে দেন। এ কারণেই তার জামা-কাপড়গুলো অন্যদের থেকে আলাদা হয়। তার অনেক কাপড় শাহজাদপুর, টাঙ্গাইল এবং ঠাকুরগাঁও থেকে আসে।
নুসরাত বলেন, সবসময়ই চিন্তা করতাম ক্রিয়েটিভ কিছু করব। অনেক বাধাবিপত্তি পেরিয়ে এতদূর এসেছি। মেয়েদের ই-কমার্স ও সংগ্রামের সবটুকু জানি। তাই সবাইকে নিয়ে নারী বান্ধব ই-কমার্স খাত গড়তে চাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা