চমক দেখাবে শাওমির নোট ১১ সিরিজ
- প্রযুক্তি ডেস্ক
- ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০
রেডমি নোট ১১ সিরিজের ঘোষণা দিয়েছে শাওমি। ফোনগুলো সামান্য কিছু বৈশিষ্ট্যের জন্য আলাদা। শাওমি মডেলগুলোকে ট্রেন্ডি ফ্ল্যাট-এজ বডি নামে বর্ণনা করলেও ফোনগুলো দেখতে অনেকটা আইফোনের মতো। রেডমি নোট ১১ প্রো ৫জি ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। ৬.৬৭-ইঞ্চি ওএলইডি পর্দাটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজুলিউশন ১০৮০ পিক্সেল। ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংয়ে সক্ষম ফোনটিতে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি। ১০৮-মেগাপিক্সেল মূল ক্যামেরার পাশাপাশি এতে রয়েছে একটি আট মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং একটি দুই মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। রেডমি নোট ১১ প্রো ফোনটিতে কেবল মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর রয়েছে যেটি এলটিই সংযোগ সমর্থন করে।
রেডমি নোট ১১তে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ চিপ, একটি ছোট ৬.৪৩ ইঞ্চি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ১০৮০ পিক্সেল এলসিডি পির্দা। ৫০-মেগাপিক্সেল মূল ক্যামেরার ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ে সক্ষম ফোনটিতে আট গিগাবাইটের বদলে রয়েছে ৬ গিগাবাইট র্যাম। রেডমি নোট ১১এস-এ রয়েছে নোট ১১ এর মতো একই স্ক্রিন এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং। আরো আছে একই হেলিও জি৯৬ প্রসেসর, ১০৮-মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং আট গিগাবাইট র্যাম। সবগুলো ফোনেই রয়েছে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হেডফোন জ্যাক এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। শাওমি ফোনগুলোর দাম সম্পর্কে কোনো তথ্য দেয়নি। রেডমি নোট ১১ এবং ১১এস এই মাসে বাজারে আসবে। আর নোট ১১ প্রো এবং প্রো ৫জি ফেব্র“য়ারিতে বাজারে আসবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা