২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

সাশ্রয়ী মূল্যে বাজারে আসছে ‘আইফোন ১৬ই’

সাশ্রয়ী মূল্যে বাজারে আসছে ‘আইফোন ১৬ই’ -

মধ্যবিত্ত গ্রাহকদের জন্য নতুন ‘আইফোন ১৬ই’ মডেলের আইফোন উন্মোচন করেছে অ্যাপল। নতুন এই মডেলটি আইফোন ১৬ সিরিজের হলেও নকশা অনেকটা আইফোন ১৪-এর মতো। এতে ‘ডায়নামিক আইল্যান্ড’ ও টাচ আইডি ইন্টারফেস সুবিধা নেই। রয়েছে শক্তিশালী ‘এ১৮’ প্রসেসর। তবে যোগ হয়েছে ফেস আইডি সুবিধা। সহজে ফেস আইডি ব্যবহারের জন্য মডেলটিতে সামনের ক্যামেরা নচের মধ্যে বসানো হয়েছে। সংস্করণ ভেদে আইফোন ১৬ই মডেলের দাম ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার।
৬ দশমিক ৬ ইঞ্চি ওএলইডি পর্দার আইফোন ১৬ই মডেলটি আকারে আইফোন ১৬ সিরিজের অন্য মডেলগুলোর তুলনায় কিছুটা ছোট এবং সরু। এতে কাস্টমাইজেবল অ্যাকশন বাটন থাকলেও নতুন ‘ক্যামেরা কন্ট্রোল’ সুবিধা যুক্ত করা হয়নি। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে আইফোন ১৬ই-তে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি-সি পোর্ট যুক্ত করা হয়েছে। তবে নতুন মডেলে ম্যাগসেফ প্রযুক্তি এবং দ্রুত ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই। আর তাই আইফোন ১৬ই মডেলটি ৭ দশমিক ৫ ওয়াটের কিউই ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
আইফোন ১৬ই মডেলে রয়েছে একটি মাত্র ৪৮ মেগাপিক্সেলের ‘টু ইন ওয়ান ক্যামেরা সিস্টেম’। অতিরিক্ত ক্যামেরা না থাকলেও ওয়্যারলেস চার্জিং সমর্থন এবং পানি প্রতিরোধী আইপি রেটিং বেশি রয়েছে মডেলটিতে। গুরুত্বপূর্ণ দিক হলো, আইফোন ১৬ই মডেলে প্রথমবারের মতো অ্যাপলের তৈরি নিজস্ব মডেম ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই কোয়ালকমের তৈরি মডেম থেকে সরে আসার পরিকল্পনা করছিল অ্যাপল। আইফোন ১৬ই মডেলটিতে ম্যাগসেফ প্রযুক্তি এবং দ্রুত ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই। তবে ৭.৫ ওয়াটের কিউই ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের জন্য কমপক্ষে ৮ গিগাবাইট র্যা ম প্রয়োজন। আর তাই ধারণা করা হচ্ছে, আইফোন ১৬ই মডেলে অন্তত ৮ গিগাবাইট র্যা ম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। সাদা ও কালো রঙে ফোনটি পাওয়া যাবে ২৮ ফেব্রুয়ারি থেকে।


আরো সংবাদ



premium cement
ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল সরকারে থেকে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না : ফজলুর রহমান

সকল