ট্যাপট্যাপ সেন্ডে এয়ারটাইম রিচার্জিং সুবিধা
- প্রযুক্তি ডেস্ক
- ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক রেমিট্যান্স পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্যাপট্যাপ সেন্ডের অ্যাপে এয়ারটাইম রিচার্জিং ফিচার এখন বাংলাদেশের গ্রাহকদেরও সুবিধা দেবে। অর্থ স্থানান্তরের পাশাপাশি, এই নতুন ফিচারটির মাধ্যমে বাংলাদেশী প্রবাসীরা এখন থেকে দেশে তাদের প্রিয়জনদের মোবাইল রিচার্জে সহায়তা করতে পারবে।
বাংলাদেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকই এই সুবিধা পাবে। প্রবাসীরা নিজেই ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের মাধ্যমে দেশে থাকা তাদের প্রাপকদের জন্য মোবাইল মিনিট এবং ইন্টারনেট ডেটা প্যাকেজ উভয় ক্ষেত্রেই সরাসরি রিচার্জ করে দিতে পারবে।
ফিচারটি ইউজার-ফ্রেন্ডলি হওয়ায় ব্যবহারকারীরা সহজেই অ্যাপটি নেভিগেট করতে পারে। মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা টক টাইম বা ডেটার জন্য এয়ারটাইম পাঠাতে পারবে যেটি এবং কয়েক মিনিটের মধ্যেই প্রাপক তার মোবাইলে পেয়ে যাবে। তাই তাৎক্ষণিক প্রয়োজনে এয়ারটাইম রিচার্জের এই পরিষেবাটি গ্রাহকরা ব্যবহার করতে পারবে।
লাইসেন্স দ্বারা অনুমোদিত হওয়ায় ট্যাপট্যাপ সেন্ড অর্থ প্রেরণের জন্য গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে ব্যবহারকারীদের কাছে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপটি অ্যাক্সেসযোগ্য। একই অ্যাপে অর্থ স্থানান্তর এবং এয়ারটাইম রিচার্জের মতো বিভিন্ন পরিষেবা একসাথে থাকায় ব্যবহারকারীরা তাদের পরিবার এবং প্রিয়জনকে আর্থিকভাবে আরো বেশি সুবিধা দিতে পারছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা