সাশ্রয়ী মূল্যে সেরা স্মার্টফোন : শাওমি রেডমি ১৪-সি
- প্রযুক্তি ডেস্ক
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
আমাদের প্রতিদিনের ডিজিটাল জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলতে দেশের স্মার্টফোন প্রেমীদের জন্য বাজারে এসেছে শাওমির রেডমি ১৪-সি। স্মার্টফোনটিতে আছে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, যাতে পাওয়া যাবে ২৬০ পিপিআই ও ১৬৪০ী৭২০ পিক্সেলের রেজ্যুলেশন। ১২০ হার্জ রিফ্রেশ রেটের এই স্মার্টফোনটিতে কনটেন্ট ব্রাউজ করা, ভিডিও দেখা বা মোবাইল গেমিং উপভোগের সময় পাওয়া যাবে স্মুথ পারফরম্যান্স। ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং ফোনটির গতি বাড়িয়ে দেবে বহুগুণে। ৪৫০ নিটস ও ৬০০ হাই ব্রাইটনেস মোড থাকার কারণে সূর্যের আলোতেও উপভোগ করা যাবে প্রাণবন্ত ছবি। এ ছাড়াও শাওমি রেডমি ১৪-সির লো ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি সার্টিফিকেশন থাকায় ডিসপ্লেটি দীর্ঘ সময় পড়া বা ভিডিও কল করার জন্য উপযুক্ত।
ডিসপ্লের পাশাপাশি ফোনটির নজরকাড়া ডিজাইন স্মার্টফোনপ্রেমীদের মন জয় করবে। ফ্ল্যাট ফ্রেম ও সার্কুলার ক্যামেরা ডিজাইনের স্টাইলিশ ফোনটি ৮.২২ মিমি পুরু। পাওয়া যাচ্ছে চারটি অভিজাত ও আকর্ষণীয় রঙে- সেইজ গ্রিন, মিডনাইট ব্ল্যাক, ড্রিমি পার্পল ও স্টারি ব্লু। পেছন দিকের স্টার ট্রেইল প্যাটার্ন ফোনটির সামগ্রিক ডিজাইনে এনেছে বৈচিত্র্যের ছাপ।
ফোনটির ৫০ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা ব্যবহার করে অনায়াসে তোলা যাবে উচ্চমানের চমৎকার সব ছবি। এছাড়া ফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল যাতে রয়েছে ৫-পি লেন্স ও এফ/১.৮ অ্যাপারচার। এই কনফিগারেশনের ক্যামেরায় স্পষ্ট ও উচ্চ-রেজ্যুলেশনের ছবি ধারণ করতে পারবেন কম আলোতেও। ফোনটির সামনের দিকে রয়েছে এফ/২.০ অ্যাপারচারসহ ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে তোলা যাবে তুলতে পারবেন ক্রিস্টাল-ক্লিয়ার ছবি।
স্মার্টফোনটিতে রয়েছে পাঁচ হাজার ১৬০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা দিবে নিশ্চিন্তে দীর্ঘ সময় ব্যবহার করার নিশ্চিয়তা। এক চার্জেই ১৪০ ঘণ্টা মিউজিক প্লেব্যাক, ৪২ ঘণ্টা কল টাইম এবং ২২ ঘণ্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে। শাওমির রেডমি ১৪-সিতে দেয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি-৮১ আলট্রা প্রসেসসর, যা ফোনটির কর্মদক্ষতাকে আরো বাড়িতে তোলে। দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে ৬ জিবি র্যা ম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। র্যা মটিকে ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
শাওমি সাশ্রয়ী মূল্যে সবার কাছে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। শাওমির রেডমি ১৪-সি স্মার্টফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। এক কথায়, ফোনটি আপনাকে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম সব ফিচার উপভোগের সুযোগ দেবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা