২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বেসিসের সভাপতি হলেন এম রাশিদুল হাসান

-

সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন সভাপতি হয়েছেন সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রাশিদুল হাসান। ১৭ অক্টোবর বেসিসের সভাপতি ও পরিচালক পদ থেকে রাসেল টি আহমেদ এবং সহসভাপতি (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করার পর থেকে এতদিন এই দুই পদ শূন্য ছিল। গত বুধবার বেসিসের নির্বাহী পরিষদের জরুরি সভায় জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। একই সভায় পরিচালক মো: মোস্তাফিজুর রহমানকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং পরিচালক এম আসিফ রহমানকে সহসভাপতি (অর্থ) নির্বাচিত করা হয়েছে। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে বেসিসের নিয়মিত কার্যক্রম ও সংস্কার কাজগুলো সম্পন্ন করে ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের বিষয়ে একমত হয়েছেন বর্তমান নির্বাহী পরিষদের সদস্যরা। চলমান বেসিস সংঘবিধি সংশোধন, বেসিস সদস্যদের অডিট এবং সদস্য সুরক্ষাসহ অতিপ্রয়োজনীয় এবং জরুরি সংস্কারকাজগুলো জানুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার রোডম্যাপও ঘোষণা করেছে বেসিস। গত মে মাসে অনুষ্ঠিত বেসিসের ২০২৪-২৬ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। নির্বাচনে ১১টি পদের বিপরীতে তিনটি প্যানেলের ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওয়ান টিমের সদস্য হিসেবে সাধারণ সদস্য শ্রেণী থেকে বিজয়ী হন এম রাশিদুল হাসান। এর আগে বেসিসে বিভিন্ন মেয়াদের কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি ও যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


আরো সংবাদ



premium cement
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার শিক্ষা প্রশাসনে ফের রদবদল, ৪৬ কর্মকর্তাকে পদায়ন এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেই : রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি স্পেন অবৈধ অভিবাসীদের বসবাস ও কাজের অনুমতি দেবে ঢাবিতে চলতি মাসেই চালু হচ্ছে শাটল বাস সার্ভিস আসামের করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’ হয়ে গেল ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ-ভারত বৈঠক পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩৮ বিচারের পর আ’লীগকে নির্বাচন করতে দেয়া হবে : ড. ইউনূস সিরাজগঞ্জে সাবেক পিপি ৫ দিনের রিমান্ডে

সকল