২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রিয়েলমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি-৭ প্রো

রিয়েলমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি-৭ প্রো -

আগামী মাসের শুরুর দিকে বাজারে আসতে পারে রিয়েলমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি-৭ প্রো। কোয়ালকম ২১-২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য স্ন্যাপড্রাগন সামিটে তাদের নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ উন্মোচন করবে। এর পরই জিটি-৭ প্রো উন্মোচন করা হবে। ফোনটিতেও কোয়ালকমের নতুন এ চিপসেট ব্যবহার করা হবে। একই সময়ে শাওমি, অনর, আইকিউওও ও ওয়ানপ্লাসসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড নতুন এ প্রসেসরসংবলিত ফ্ল্যাগশিপ ফোন উন্মুক্ত করতে পারে।
জানা গেছে, রিয়েলমি জিটি-৭ প্রো ফোনে থাকবে ৬ দশমিক ৭৮ ইঞ্চির বিওই এক্স-২ এলটিপিও ডিসপ্লে। ফোনের চার কোণায় ব্যবহার করা হবে মাইক্রো-কার্ভেচার ডিজাইন।
১ দশমিক ৫ কে রেজল্যুশন ও ১২০ হার্টজ রিফ্রেশরেটের ডিসপ্লেতে যুক্ত থাকবে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ফোনের রিয়ার ক্যামেরার প্রধান লেন্স হবে ৫০ মেগাপিক্সেল। এ ছাড়া আল্ট্রা-ওয়াইড ও সনির এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফটো লেন্সও থাকবে।
এ ক্যামেরা সেটআপে তিনগুণ পর্যন্ত অপটিক্যাল জুম, ১০ গুণ হাইব্রিড জুম ও ১২০ গুণ পর্যন্ত ডিজিটাল জুম ব্যবহার করা যাবে। রিয়েলমি ফোনটিতে আইফোন-১৬ এর মতো ক্যামেরা কন্ট্রোল বাটন যুক্ত করতে পারে বলেও গুঞ্জন রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড-১৫ ও রিয়েলমি ইউআই-৬। অন্যদিকে ১৬ জিবি র্যা ম ও ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।
ছয় হাজার এমএএইচের (মিলিঅ্যাম্পিয়ার আওয়ার) ব্যাটারিসংবলিত ফোনটি ১০০ ওয়াট চার্জিং সমর্থন করবে। ধুলা ও পানি থেকে সুরক্ষার জন্য আইপি-৬৯ রেটিং থাকবে ফোনটিতে।


আরো সংবাদ



premium cement
কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার শিক্ষা প্রশাসনে ফের রদবদল, ৪৬ কর্মকর্তাকে পদায়ন এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেই : রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি স্পেন অবৈধ অভিবাসীদের বসবাস ও কাজের অনুমতি দেবে ঢাবিতে চলতি মাসেই চালু হচ্ছে শাটল বাস সার্ভিস আসামের করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’ হয়ে গেল ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ-ভারত বৈঠক পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩৮ বিচারের পর আ’লীগকে নির্বাচন করতে দেয়া হবে : ড. ইউনূস সিরাজগঞ্জে সাবেক পিপি ৫ দিনের রিমান্ডে গাজায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়াল

সকল