২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৪০, গণিত

অনুশীলনী- ২.২
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘অনুশীলনী-২.২’ থেকে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১ । প্রতি বছরান্তে আমানতকারীর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে কী বলে?
(ক) সঞ্চয় (খ) আমানত
(গ) চক্রবৃদ্ধি মূল (ঘ) প্রবৃদ্ধি
২। প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের ওপর হিসাবকৃত মুনাফাকে কী বলে?
(ক) মুনাফা (খ) সরল মুনাফা
(গ) মুনাফা-আসল (ঘ) চক্রবৃদ্ধি মুনাফা
৩। ১২% মুনাফায় ১০০০ টাকা ব্যাংকে রাখলে দ্বিতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
(ক) ১১০০ টাকা (খ) ১১২০ টাকা
(গ) ১২০০ টাকা (ঘ) ১০০০ টাকা
৪। ১০% মুনাফায় ১২০০ টাকা এক বছরের জন্য ব্যাংকে রাখলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
(ক) ৫২০৯.৩১ টাকা
(খ) ৫১০০ টাকা
(গ) ৫০১০.৩২ টাকা
(ঘ) ৫২০০ টাকা
৫। বার্ষিক ৮% মুনাফায় ৬২৫০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
(ক) ৭৫৩২৫ টাকা (খ) ৭০২২৫ টাকা
(গ) ৭০০৫০ টাকা (ঘ) ৭৮৭৩২ টাকা
৬। নিচের তথ্যগুলো লক্ষ করো:
i. ১০৫০ টাকার ৮% সমান ৮৪ টাকা
ii. ১০% মুনাফায় ৫০০ টাকার ৩ বছরের মুনাফা ১৫০ টাকা
iii. ১০% মুনাফায় ৫০০ টাকার ৩ বছরের মুনাফা আসল ১৫০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৭। বার্ষিক ৫% হার মুনাফায় ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
(ক) ১৫০ টাকা (খ) ১৫৫ টাকা
(গ) ২৫০ টাকা (ঘ) ২০০ টাকা
৮। বার্ষিক ১০.৫০% মুনাফায় ৫০০০ টাকার ২ বছরের মুনাফা কত?
(ক) ৬১০৫.১৩ টাকা
(খ) ১১১০.৭৫ টাকা
(গ) ১১০৫.১৩ টাকা (ঘ) ১১২০.৫০ টাকা
উত্তর : ১. গ, ২.ঘ, ৩.খ ৪. ক, ৫. ঘ, ৬.ক ৭. ক, ৮. গ।


আরো সংবাদ



premium cement