প্রয়োজনীয় বই-সংসদ এক্সক্লুসিভ প্রাথমিক বৃত্তি ও মডেল টেস্ট পেপারস
- ১০ আগস্ট ২০২৩, ০০:০৫
২০২৩ সালের প্রাথমিক বৃত্তি ও পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার্থীদের জন্য ‘সংসদ এক্সক্লুসিভ প্রাথমিক বৃত্তি ও মডেল টেস্ট পেপারস’ বইটি পুথিনিলয় থেকে সম্প্রতি প্রকাশ হয়েছে। বইটি ট্যালেন্টপুলে বৃত্তি প্রত্যাশীদের জন্য সহজবোধ্যভাবে রচনা করা হয়েছে। বইটিতে পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য প্রান্তিক মূল্যায়নসহ বার্ষিক পরীক্ষার ৬০০ নম্বরের চূড়ান্ত ও পূর্ণাঙ্গ সাজেশন্স রয়েছে। বইটিতে ২০২৩ সালের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক আলাদা আলাদা সাজেশন্স ও উত্তর দেয়া আছে। বইটিতে বার্ষিক পরীক্ষায় সর্বাধিক কমন পাওয়ার লক্ষ্যে সব বিষয়ে প্রতিটি অনুচ্ছেদ থেকে একাধিক প্রশ্ন ও উত্তর রয়েছে, যাতে শিক্ষার্থীরা অনুশীলন করতে পারে। ২০২৩ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের বিশেষ পাঠ সংযোজন করা হয়েছে, যা অনুশীলন করলে পরীক্ষার্থীরা শতভাগ কমন পাবে। এ ছাড়া বইটিতে প্রতিটি বিষয়ে ১০টি করে মডেল টেস্ট রয়েছে, যা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় প্রশ্ন কমন পেতে সহায়তা করবে। বইটি শতভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্ন পদ্ধতির আলোকে রচিত। বইটিতে প্রতিটি বিষয়ের সব অধ্যায়ের প্রশ্নের উত্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সর্বশেষ প্রশ্ন কাঠামো ও মানবণ্টনের আলোকে এবং সব প্রশ্নের উত্তর পয়েন্ট করে দেয়া আছে, যা পরীক্ষার্থীদের বেশি ও সর্বোচ্চ নম্বর পেতে সহায়ক হবে। সংগ্রহে রাখার মতো বইটি নীলক্ষেত ও বাংলাবাজারের লাইব্রেরি ছাড়াও সারা দেশের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।
যোগাযোগ : পুথিনিলয়, ৩৮/২-ক, বাংলাবাজার, ঢাকা। ফোন : ০২-৪৭১১৫১২১