২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৩০, গণিত

প্রথম অধ্যায় : প্যাটার্ন
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘প্রথম অধ্যায় : প্যাটার্ন’ থেকে ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। ৩, ১০, ১৭, ২৪, ৩১ তালিকার পরবর্তী সংখ্যাটি কী?
(ক) ৩৮ (খ) ৩৫
(গ) ৩১ (ঘ) ৩৭
২। ৪ ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যার মান কত হবে?
(ক) ৩০ (খ) ৩২
(গ) ৩৪ (ঘ) ৩৬
৩। নিচের কোন সংখ্যাটিকে ২টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় না?
(ক) ৫ (খ) ৮
(গ) ১৩ (ঘ) ২১
৪। ইরাটোস্থিনিস পদ্ধতি অনুসারে কোন সংখ্যা বের করা যায়?
(ক) যৌগিক (খ) জোড়
(গ) বেজোড় (ঘ) মৌলিক
৫। ১ থেকে ১০০ এর মধ্যে কয়টি সংখ্যাকে ২টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়?
(ক) ৩০ (খ) ৩৪
(গ) ৩৮ (ঘ) ৪২
৬। ২০ = ক২ + খ২ হলে ক, খ এর মান কত?
(ক) ৩,৫ (খ) ২,৪
(গ) ২,৩ (ঘ) ৪,৫
৭। ৩ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কী?
(ক) ১০ (খ) ১৫
(গ) ২০ (ঘ) ২২
৮। প্রথম ১০টি বেজোড় সংখ্যার যোগফল কত?
(ক) ১০২ (খ) ১০৩
(গ) ৯২ (ঘ) ৯৩
৯। প্যাটার্নের (২ক + ১) রাশির ক্ষেত্রে ৪র্থ পদ কত?
(ক) ৬ (খ) ৭
(গ) ১১ (ঘ) ৯
১০। ফিবোনাক্কি কি সংখ্যার প্যাটার্ন নিচের কোনটি?
(ক) ২, ৩, ৪, ৫, ৬, ৭---
(খ) ০, ১, ১, ২, ৩, ৫, ৮---
(গ) ৪, ৬, ৮, ৯, ১২, ১৫---
(ঘ) ১, ৫, ৭, ১১, ১৩---
১১। (i) ১, ৫, ৯,--- পরবর্তী সংখ্যা ১৩
(ii) ২,৩, ৫, ৭, ১১ মৌলিক সংখ্যার তালিকা
(iii) ৩, ১০, ১৭ এর পার্থক্য ৩
প্রদত্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii
(গ) i, iii (ঘ) i, ii, iii
উত্তর : ১. ক, ২.গ, ৩. ঘ, ৪. ঘ, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. খ, ১১. ক।


আরো সংবাদ



premium cement