অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-২৭, বিজ্ঞান
পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ২৭ জুলাই ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
১২। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কোনটি?
ক. ডেনড্রন খ. অ্যাক্সন
গ. নিউরন ঘ. মায়োলিন
১৩। নিউরনের কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে কী বলে?
ক. ডেনড্রন খ. অ্যাক্সন
গ. থ্যালামাস ঘ. ডেনড্রাইট
১৪। নিউরনের প্রধান অংশ কোনটি?
ক. অ্যাক্সন খ. ডেনড্রাইট
গ. ডেনড্রন ঘ. কোষদেহ
১৫। ডেনড্রন হতে সৃষ্ট শাখাগুলোকে কী বলে?
ক. অ্যাক্সন খ. ডেনড্রাইট
গ. কোষদেহ ঘ. প্রলম্বিত অংশ
১৬। নিউরনের কোষদেহ বিভাজিত না হওয়ার কারণ কী?
ক. নিউক্লিয়াস নেই
খ. নিউক্লিওলাস নেই
গ. সেন্ট্রিওল নেই
ঘ. সেন্ট্রোজোম নেই
১৭। স্নায়ুতাড়না নিউরনের দেহের দিকে প্রবাহিত করে কোনটি?
ক. কোষদেহ খ. ডেনড্রাইট
গ. অ্যাক্সন ঘ. প্রলম্বিত অংশ
১৮। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
ক. স্নায়ুরজ্জু
খ. নিউরন
গ. মস্তিষ্ক
ঘ. মেরুরজ্জু
১৯। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এদের নাম কী?
ক. নিউরন খ. অ্যাক্সন
গ. ডেনড্রন ঘ. স্নায়ুরজ্জু
২০। নিউরনের প্রলম্বিত অংশ হলো-
i. অ্যাক্সন ii. ডেনড্রন
iii. কোষদেহ
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii, iii
গ. i, iii ঘ. i, ii ও iii
২১। নিউরনের কাজ হলো-
i. উদ্দীপনা বহন করে
ii. কাজের সমন্বয় সাধন করা
iii. চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেয়া
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii ও iii
উত্তর : ১২. গ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. গ, ১৭. ক, ১৮. গ, ১৯. ক, ২০. ক, ২১. ঘ।