২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-২৮, বিজ্ঞান

চতুর্থ অধ্যায় : বায়ু
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : বায়ু’ থেকে আরো ১১টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : ধূমপানে কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর : ধূমপান যে করে তার চেয়ে কাছে থাকা অধূমপায়ী মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়।
প্রশ্ন : বায়ুর বৈশিষ্ট্যগুলো লিখ।
উত্তর : বায়ুর বৈশিষ্টগুলো হলো-
১. এর ওজন আছে।
২. এটি জায়গা দখল করে।
৩. এটি বল প্রয়োগে বাধা দেয়।
৪. এটি সাধারণত উচ্চচাপের স্থান হতে নিম্নচাপের স্থানে প্রবাহিত হয়।
প্রশ্ন : বর্জ্য পোড়ালে বায়ু কিভাবে দূষিত হয়?
উত্তর : কলকারখানার বর্জ্য, শহর ও গ্রামের বর্জ্য অনেক সময় নিষ্কাশনের সুব্যবস্থার অভাবে পোড়ানো হয়। এসব বর্জ্য পোড়ানোর ফলে নির্গত কালো ধোঁয়া বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করে। ওই নির্গত কালো ধোঁয়া বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিয়ে বায়ুকে দূষিত করে।
প্রশ্ন : বিশুদ্ধ বায়ু কাকে বলে?
উত্তর : যে বায়ুতে ধোঁয়া, ধূলিকণা, রোগজীবাণু, কোনো প্রকার দূষিত গ্যাস বা অন্য কোনো ক্ষতিকর পদার্থ থাকে না তাকে বিশুদ্ধ বায়ু বলে।
প্রশ্ন : বায়ুপ্রবাহকে ব্যবহার করে চরকা বা টারবাইন ঘুরিয়ে কী উৎপাদন করা যায়?
উত্তর : বায়ুপ্রবাহকে ব্যবহার করে চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়।
প্রশ্ন : ইউরিয়া সার প্রস্তুতে কোন গ্যাস ব্যবহার হয়?
উত্তর : ইউরিয়া সার প্রস্তুতিতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার হয়।
প্রশ্ন : অগ্নিনির্বাপক যন্ত্রে বিদ্যমান গ্যাসটি কিভাবে আগুন নেভাতে সাহায্য করে?
উত্তর : অগ্নিনির্বাপক যন্ত্রে কার্বনডাই-অক্সাইড গ্যাস বিদ্যমান থাকে। এ গ্যাস বায়ুর চেয়ে ভারী। তাই কোথাও আগুন লাগলে সাথে সাথে এ যন্ত্র থেকে কার্বনডাই-অক্সাইড গ্যাস ছড়িয়ে দিলে এটি আগুনের ওপর একটি আবরণ তৈরি করে। ফলে আগুন বায়ুর অক্সিজেনের স্পর্শে আসতে না পেরে নিভে যায়।
প্রশ্ন : বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে এসিডযুক্ত করে কোনটি?
উত্তর : বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে এসিডযুক্ত করে সালফার অক্সাইড।
প্রশ্ন : বায়ু থেকে আমরা কী গ্রহণ করি?
উত্তর : বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি।
প্রশ্ন : চিপসের প্যাকেটে কী গ্যাস থাকে?
উত্তর : চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে।
প্রশ্ন : খাদ্য সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর : মাছ, গোশত, ফল, চিপস ইত্যাদি খাদ্য সংরক্ষণে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।


আরো সংবাদ



premium cement
বড় জয়ে স্বস্তি নিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ পেশাদার ও দক্ষ বাংলাদেশী নিয়োগের আগ্রহী লিবিয়া কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন!

সকল