২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-১৯, বিজ্ঞান

চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ-বৃদ্ধি
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : উদ্ভিদে বংশ-বৃদ্ধি’ থেকে ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। প্রজনন প্রধানত কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২। কোন ধরনের জীবে অযৌন জননপ্রক্রিয়া সম্পাদিত হয়?
ক. উভচর প্রাণীতে
খ. পক্ষীকুলে
গ. নিম্ন শ্রেণীর জীবে
ঘ. উন্নত উদ্ভিদে
৩। নিচের কোনটি অযৌন প্রজনন?
ক. স্পোর উৎপাদন
খ. রাইজোম
গ. অফসেট
ঘ. সবগুলো
৪। নিম্ন শ্রেণীর উদ্ভিদে কোনটি উৎপাদনের মাধ্যমে প্রজনন ঘটে?
ক. অণুবীজ খ. টিউবার
গ. কন্দ ঘ. স্টোলন
৫। অণুবীজবাহী অঙ্গ সৃষ্টিতে উদ্ভিদের কোন অঙ্গটি পরিবর্তিত হয়?
ক. কাণ্ড খ. দেহকোষ
গ. মূল ঘ. রাইজোম
৬। কোন উদ্ভিদে অসংখ্য অণুবীজ থলের মধ্যে উৎপন্ন হয়?
ক. Mucor খ. Spirogyra
গ. Nostoc ঘ. Anabaena
৭। কোনটি কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে?
ক. Mucor খ. Spirogyra
গ. Penicillium ঘ. Agaricus
৮। দেহের খণ্ডায়নের মাধ্যমে প্রজনন করে-
i. Spirogyra ii. Mucor
iii. Penicillium
নিচের কোনটি সঠিক?
ক. i. খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। মূলের সাহায্যে প্রজনন করে
i. বেগুন
ii. পটোল
iii. কচু
নিচের কোনটি সঠিক?
ক. i. খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। কোন উদ্ভিদের মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়?
ক. পেঁয়াজ
খ. কল্কাসুন্দা
গ. রাসনা
ঘ. মিষ্টি আলু
১১। নিচের কোন উদ্ভিদটি টিউবার প্রকৃতির?
ক. আদা
খ. আলু
গ. কচু
ঘ. টোপাপানা

উত্তর : ১. ক, ২. গ, ৩. ঘ, ৪. ক, ৫.খ. ৬.ক, ৭.গ, ৮.খ ৯.খ, ১০.ঘ ১১.খ।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে কুয়েত সফরে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি

সকল