অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
প্রবন্ধ : ভাব ও কাজ, গল্প : পড়ে পাওয়া- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
- ১৩ জুন ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : ভাব ও কাজ’ থেকে আরো ৯টি এবং ‘গল্প : পড়ে পাওয়া’ থেকে ১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রবন্ধ : ভাব ও কাজ
২৬। কোনটি মানুষের বদ-খেয়াল?
ক) মানুষকে জাগাইয়া গরমাগরম কার্যসিদ্ধি না করা
খ) ভাবের সুরা পান করিয়া জ্ঞান হারানো
গ) কোনো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো অনুসরণ করা
ঘ) কেবল ভাবের জগতে হাবুডুবু খাওয়া
২৭। নজরুল ‘ভাব’কে কী বলেছেন?
ক) বাঁশিবাদক
খ) সৌরভবিহীন পুষ্প
গ) পুষ্পবিহীন সৌরভ
ঘ) দশচক্র
২৮। ত্যাগী-ঋষিরা কোন উদ্দেশ্যে ভাব ও কাজের সমন্বয় ঘটান?
ক) নিঃস্বার্থে
খ) স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা রক্ষায়
গ) দেশের কল্যাণে
ঘ) মানুষের মহামিলনে
২৯। কোনটি স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়?
ক) ভাব
খ) কাজের পরিবেশ
গ) দেশকর্মীর মনোবল
ঘ) উৎসাহ
৩০। ছাত্ররা হুজুগে কী ত্যাগ করেছিল?
ক) ঘর-বাড়ি
খ) লেখাপড়া
গ) বিশ্ববিদ্যালয়
ঘ) স্কুল-কলেজ
৩১। মহৎ কিছু অর্জনের জন্য কী দরকার?
i) ভাব ii) কর্মশক্তি
iii) সঠিক উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৩২। কেবল কোনটি দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়?
ক) ভাব
খ) কাজ
গ) পরিকল্পনা
ঘ) কাজের স্পৃহা
৩৩। ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) ধূমকেতু
খ) নওরোজ
গ) প্রতিবাদী
ঘ) বিজলী
৩৪। ‘সাপুড়ে’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) স্কুল কলেজের ছাত্র
খ) দেশকর্মী
গ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র
ঘ) সুযোগ্য নেতা
উত্তর : ২৬. ঘ, ২৭. গ, ২৮. গ, ২৯. ঘ, ৩০.ঘ, ৩১. ঘ, ৩২. ক, ৩৩. ঘ, ৩৪. ঘ।
গল্প : পড়ে পাওয়া
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
লাবণ্য গ্রামের বাড়ির উদ্দেশে বাসে চড়ে। পথিমধ্যে ডাকাতরা যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। লাবণ্যর কাছে কিছু না পেয়ে তাকে জিজ্ঞাসা করে- তার কাছে কিছু আছে কি না। সে লুকানো ১০০০ টাকার কথা তাদের বলে দেয়। ডাকাতরা এতে বিস্মিত হয় এবং সবার সম্পদ ফিরিয়ে দিয়ে চলে যায়।
১। উদ্দীপকের লাবণ্য চরিত্রে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?
ক) আত্মসাৎ খ) অকল্যাণ
গ) সততা ঘ) সিদ্ধান্তহীনতা
উত্তর : ১. গ।