২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডিআইইউতে ফার্মেসি বিভাগে ভর্তি

-

ওষুধ উৎপাদনে, মান নিয়ন্ত্রণে ও বিপণনে ফার্মাসিস্টদের ভূমিকা অপরিসীম। দেশের মেধাবী ও পরিশ্রমী ছাত্ররা সময়োপযোগী এই শিক্ষার মাধ্যমে ফার্মাসিস্ট হয়ে এ শিল্পকে দেশে ও দেশের বাইরে সুনাম অর্জন করতে সহায়তা করছে। ঢাকা ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগ এতে ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। এ ইউনিভার্সিটির এই সক্ষমতায় যিনি কাজ করে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফরিদা বেগম। তিনি বর্তমানে এ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান। তার নেতৃত্বে দেশের অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ ও নবীন শিক্ষকরা এই বিভাগে শিক্ষাদানের সঙ্গে জড়িত রয়েছেন। আর এ বিভাগে রয়েছে সময়োপযোগী ও অনুমোদিত পাঠ্যক্রম, আধুনিক ও পর্যাপ্ত যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি এবং প্রয়োজনীয় ও আধুনিক পুস্তক সংবলিত গ্রন্থাগার। তাই এই বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে কৃতকার্য হওয়া ফার্মাসিস্টরা দেশের বিভিন্ন ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। অধ্যাপক ফরিদা বেগম জানান, এ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে রয়েছে আধুনিক যন্ত্রপাতি সংবলিত ৯টি ল্যাবরেটরি। যেখানে আধুনিক, সৃজনশীল ও বিভিন্ন জটিল বিষয় নিয়ে ছাত্ররা সার্বক্ষণিক গবেষণা করে থাকে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শুরুর প্রথম দিকেই এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৮ হাজার। তার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ৫ শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এ ইউনিভার্সিটিতে বর্তমানে ২ শতাধিক শিক্ষক পাঠদানে নিয়োজিত আছেন। বুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম এ ইউনিভার্সিটির ভিসি হিসেবে রয়েছেন। প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। তিনি জানান, এ ইউনিভার্সিটিতে ট্রাইমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি সেমিস্টারে ছাত্রছাত্রীদের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য কোর্স শিক্ষকরা পর্যাপ্ত কেসস্টাডি, চলমান বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট, বাধ্যতামূলক ক্লাস করিয়ে থাকেন। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি জানান, শিক্ষার মান বজায় রেখে এখানে ছাত্রছাত্রীদের পাঠদান দেয়া হয়। এখানে অন্যান্য ভার্সিটি থেকে টিউশন কম নেয়া হয়। এর মানে এই নয় যে, শিক্ষার গুণগতমানের দিক থেকে আমরা ছাড় দিচ্ছি। উল্লেখ্য, ৪ বছরের বি ফার্ম অনার্সের কোর্স ফি নেয়া হয় ৮ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা: শহীদুল কাদির পাটোয়ারী জানান, ‘জ্ঞানই শক্তি’ এই আদর্শ সামনে রেখে ১৯৯৫ সালে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। সে আদর্শ বজায় রেখে আমরা শিক্ষাদান করে যাচ্ছি।
যোগাযোগ: স্থায়ী ক্যাম্পাস, সাঁতারকূল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০, ওয়েবসাইট : www.diu.ac


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে সরবরাহ কমেছে, শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রি করতে চায় আদানি বিপিএলের মিউজিক ফেস্ট শুরু ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে সার্বিয়ার রাজধানীতে বিক্ষোভ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে ফেনীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দৌলতদিয়ায় ৫২ হাজারে পদ্মার বোয়াল বিক্রি দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : অধ্যাপক মুজিবুর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের নামে মামলা ইমরান খান ও বুশরার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত

সকল