২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৭, বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দ্বিতীয় অধ্যায় : বাংলাদেশের মুক্তিযুদ্ধ
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ থেকে আরো ১৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১৫। কে মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করান?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. অধ্যাপক ইউসুফ আলী
গ. অধ্যাপক মনিরুজ্জামান
ঘ. তাজউদ্দীন আহমদ
১৬। পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধের স্থান কোনটি?
ক. যশোর খ. দিনাজপুর
গ. জয়দেবপুর ঘ. মুজিবনগর
১৭। ঢাকার গেরিলা দল কী নামে পরিচিত ছিল?
ক. ফাইটার গ্রুপ খ. মুজিব বাহিনী
গ. জিয়া বাহিনী ঘ. ক্র্যাক প্লাটুন
১৮। আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন-
i.মুজিব ও নিয়াজী
ii.ওসমানী ও নিয়াজী
iii.নিয়াজী ও আরোরা
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i গ. ii ঘ. i ও ii
১৯। মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর যে যে এলাকা নিয়ে গঠিত তা হলো-
i. ঢাকা ii. চট্টগ্রাম
iii.পার্বত্য চট্টগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. ii ঘ. iii
২০। বধ্যভূমি হলো-
ক. যে ভূমি বাঙ্গালিদের দখলে থাকে
খ. যে ভূমি শত্রুদের দখলে থাকে
গ. যে ভূমিতে হত্যা করা হয়
ঘ. যে ভূমিতে পাকবাহিনী থাকে
২১। নিচের কোনটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বাঙ্গালি সৈনিকদের নিয়ে গড়ে ওঠে?
ক. আঞ্চলিক বাহিনী
খ. অনিয়মিত বাহিনী
গ. উপ-আঞ্চলিক বাহিনী ঘ. নিয়মিত বাহিনী
২২। মার্চ মাসের কত তারিখে বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন?
ক. ২৭ মার্চ খ. ২৬ মার্চ
গ. ২৫ মার্চ ঘ. ২৩ মাচ
২৩। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কয়টি বিভাগে বিভক্ত ছিল?
ক. ৬টি খ. ৫টি
গ. ৪টি ঘ. ৩টি
২৪। নিচের কোন দেশ দু’টি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ?
ক. চীন ও ভারত
খ. মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
গ. চীন ও মালয়েশিয়া ঘ. ফ্রান্স ও ইরাক
২৫। বিবিসির কোন বিখ্যাত সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সংবাদ প্রচার করেন ?
ক. মার্ক টালি
খ. সাইমন ড্রিং
গ. জর্জ হ্যারিসন
ঘ. রবি শঙ্কর
২৬। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কে চরমপত্র পাঠ করেন?
ক. মেজর জিয়াউর রহমান
খ . এম আর আখতার মুকুল
গ. আবদুল হান্নান
ঘ. শেখ মুজিবুর রহমান
২৭। যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে?
ক. জেনারেল স্যাম মানেকশ
খ. মেজর জেনারেল নাগরা
গ. জেনারেল জগজিৎ সিং আরোরা
ঘ. এ. কে খন্দকার
২৮। নিচের কোনটি বধ্যভূমি?
ক. শমসের নগর
খ. পার্বতীপুর
গ. শংকরপাশা
ঘ. নাজিরপুর
২৯। রায়েরবাজার বধ্যভূমি অবস্থিত-
ক. সিলেটে
খ. খুলনায়
গ. ঢাকায়
ঘ. চট্টগ্রামে
৩০। যৌথ বাহিনীর কাছে সামরিক ও বেসামরিক মিলে মোট পাকিস্তানি কত সৈন্য আত্মসমর্পণ করে?
ক. ৯১ হাজার ৬৩৪ জন
খ. ৯১ হাজার ৫৩৪ জন
গ. ৯০ হাজার ৬৩৪ জন
ঘ. ৯০ হাজার ৫৩৪ জন
উত্তর : ১৫। খ ১৬। গ ১৭। ঘ ১৮। ক ১৯। খ ২০। গ ২১। ঘ ২২। ক ২৩। গ ২৪। খ ২৫। ক ২৬। খ ২৭। ক ২৮। ক ২৯। গ ৩০। ক।


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়ায় ৫২ হাজারে পদ্মার বোয়াল বিক্রি দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : অধ্যাপক মুজিবুর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের নামে মামলা ইমরান খান ও বুশরার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত এখন পর্যন্ত পুতিন-ট্রাম্প বৈঠকের আয়োজনের জন্য কোন বাস্তব তাগিদ নেই : ক্রেমলিনের মুখপাত্র চা উৎপাদনের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে বেশি হবে : টি বোর্ড চেয়ারম্যান ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে ‘শক্তি, প্রত্যয়’ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর স্ত্রী-মেয়েসহ সোলায়মান জোয়ার্দারের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল