২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা- পর্বসংখ্যা-৬

কবিতা : সংকল্প, প্রবন্ধ : সুন্দরবনের প্রাণী
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : সংকল্প’ থেকে আরো ১টি এবং ‘প্রবন্ধ : সুন্দরবনের প্রাণী’ থেকে ১টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

কবিতা : সংকল্প
প্রশ্ন : নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করো।
থাকব, দেখব, শুনব, খাব, বেড়াব, ঘুরব, পড়ব, খেলব, চড়ব, নামব, ধরব, হাসব।
উত্তর : ভবিষ্যৎ বর্তমান অতীত
থাকব থাকি থেকেছিলাম
দেখব দেখি দেখেছিলাম
শুনব শুনি শুনেছিলাম
খাবো খাই খেয়েছিলাম
বেড়াব বেড়াই বেড়িয়েছিলাম
ঘুরব ঘুরি ঘুরেছিলাম
পড়ব পড়ি পড়েছিলাম
খেলব খেলি খেলেছিলাম
চড়ব চড়ি চড়েছিলাম
নামব নামি নেমেছিলাম
ধরব ধরি ধরেছিলাম
হাসব হাসি হেসেছিলাম

প্রবন্ধ : সুন্দরবনের প্রাণী
প্রশ্ন : প্রদত্ত শব্দগুলোর অর্থ লিখ ।
অপার, সম্ভার, রয়েল, ভয়ঙ্কর, অমূল্য, বিলুপ্তপ্রায়।
উত্তর : প্রদত্ত শব্দ অর্থ
অপার অগাধ, অসীম
সম্ভার বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস
রয়েল রাজকীয়
ভয়ঙ্কর ভীষণ, ভীতিজনক, অত্যন্ত
অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না।
বিলুপ্তপ্রায় যা লোপ পেয়েছে


আরো সংবাদ



premium cement