২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

গল্প : অতিথির স্মৃতি
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : অতিথির স্মৃতি’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৬। ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের দেওঘরে আগমন কোন কারণে?
i) বায়ু পরিবর্তনের জন্য
ii) রোগ উপশমের জন্য
iii) অতিথির প্রতি মমত্বের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৭। অতিথি কী কারণে ছুটে পালাল?
ক) চাকরদের দার খোলার শব্দের কারণে
খ) মালির বৌকে দেখে
গ) অন্য একটি কুকুরকে দেখে
ঘ) বড় ঠাকুরকে দেখে
২৮। কথাসাহিত্যিক শরৎচন্দ্রের কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে কেন?
ক) দারিদ্র্যের কারণে
খ) সাহিত্য সাধনার জন্য
গ) চাকরি পাওয়ার কারণে
ঘ) চেতনার কারণে
২৯। রাত ক’টা থেকে এক ঘেয়ে ভজন আরম্ভ হয়?
ক) একটা
খ) দুুটা
গ) তিনটা
ঘ) চারটা
৩০। দরিদ্র ঘরের মেয়েটির ছেলেমেয়ে কয়জন?
ক) দুজন
খ) তিনজন
গ) চারজন
ঘ) পাঁচজন
নিচের উদ্দীপকটি পড়ে পশ্নগুলোর উত্তর দাও।
লাবণ্য ও তিথি একই শ্রেণীতে পড়ে। তারা ও তাদের বাবা মিলে একটি পশুপাখির দোকানে গেল এবং একটি পাখি আনল। পথে দেখতে পেল একটি কুকুর মরে পড়ে আছে। এতে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তারা বিদ্যালয়ে প্রাণীর সৎকার বিষয়ে পড়েছিল। তাই তারা ও তাদের কয়েকজন বন্ধু মিলে মৃত কুকুরটিকে মাটিচাপা দেয়ার ব্যবস্থা করল। শোনা যায় খাবার না পেয়ে কুকুরটি মারা যায়।
৩১। উদ্দীপকের সাথে ‘অতিথির স্মৃতি’ গল্পের মিল আছে-
i) উপস্থাপকের ii) অতিথির
iii) কুকুরের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ২৬. গ, ২৭. ক, ২৮. ক, ২৯. গ, ৩০. খ, ৩১.খ।


আরো সংবাদ



premium cement