এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র
প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি- মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক,সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
- ১৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৫৪. প্রাচীনকালে মানুষের পেশা কী ছিল?
(ক) চাকরি (খ) কৃষিকাজ
(গ) ব্যবসায়-বাণিজ্য
(ঘ) ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার
৫৫. আর্থিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কত সালে?
(ক) ১৮০০ (খ) ১৮৪০
(গ) ১৯০০ (ঘ) ১৯২৫
৫৬. এ ডব্লিউ জনসন কী ছিলেন?
(ক) দার্শনিক (খ) হিসাববিজ্ঞানী
(গ) পদার্থবিজ্ঞানী
(ঘ) গণিতশাস্ত্র বিশারদ
৫৭. হিসাববিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
(ক) বিনিয়োগকারী
(খ) আয়কর কর্তৃপক্ষ
(গ) পরিচালক (ঘ) সরকার
৫৮. হিসাববিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি?
(ক) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান (খ) আর্থিক হিসাববিজ্ঞান
(গ) মূল্যস্ফীতি হিসাববিজ্ঞান (ঘ) মানব সম্পদ হিসাববিজ্ঞান
৫৯. আধুনিক হিসাব শাস্ত্রের উৎপত্তি হয়েছে কেন?
(ক) ব্যবসায় প্রসারের জন্য
(খ) লেনদেনকে আর্থিক রূপ দেওয়ার জন্য
(গ) অধিক মুনাফা অর্জনের জন্য
(ঘ) অপচয় হ্রাস করার জন্য
৬০. হিসাবরক্ষণের অন্যতম কাজ কী?
(ক) লেনদেন লিপিবদ্ধকরণ (খ) গাণিতিক শুদ্ধতা যাচাই
(গ) তুলনামূলক বিশ্লেষণ (ঘ) অনুপাত বিশ্লেষণ
৬১. হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী?
(ক) লেনদেন লিখে রাখা (খ) ব্যয় নির্ণয় করা
(গ) আয় নির্ণয় করা
(ঘ) আর্থিক ফলাফল নির্ণয় করা
৬২. AICPA-এর পূর্ণরূপ কী?
(ক) Accounting Institute of Certified Public Accountants
(খ) American Institute of Certified Public Accountants
(গ) American Information of Certified Public Accountants
(ঘ) American Institute of Certified Public Account
৬৩. হিসাব তথ্যের ব্যবহারকারীগণকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
(ক) ২ ভাগে (খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে
উত্তর : ৫৪. ঘ, ৫৫. ক, ৫৬. খ, ৫৭. গ, ৫৮. ঘ, ৫৯. খ, ৬০. ক, ৬১. ঘ, ৬২. খ, ৬৩. ক ।