২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্যাংশ : একাত্তরের দিনগুলি- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা, মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ০৯ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : একাত্তরের দিনগুলি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৭। ‘আমার জীবনেও এত দিনে সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে।’ - কথাটি দ্বারা বোঝানো হয়েছে-
i) যুদ্ধের ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে
ii) পুত্রশোকে লেখিকা দিন দিন কাতর হয়ে যাচ্ছেন
iii) লেখিকা নিজেকে নিরাপত্তাহীন মনে করেছেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। চরমপত্র পড়া হয়েছিল-
i) বাংলা ভাষায়
ii) খাঁটি ঢাকাইয়া ভাষায়
iii) শুদ্ধভাষায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯। ‘গাজুরিয়া মাইরের চোটে মরে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে।’ হানাদারদের প্রতি এটি ছিল-
i) হুমকি
ii) আলটিমেটাম
iii) মার্সি পিটিশন
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১০। রুমির মুক্তির ব্যাপারে মার্সি পিটিশন না করার মাধ্যমে ফুটে উঠেছে-
i) বাঙালির আত্মমর্যাদা
ii) স্বাধিকার চেতনা
iii) ত্যাগ ও দেশাত্মবোধ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii ও iii
১১। কোনটি জাহানারা ইমামের রচিত গ্রন্থ নয়?
ক) গজকচ্ছপ
খ) সাতটি তারার ঝিকিমিকি
গ) চাচা কাহিনী
ঘ) ক্যান্সারের সঙ্গে বসবাস
উত্তর: ৭.গ, ৮. ঘ, ৯.ক, ১০.ঘ, ১১. গ।