২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র

তৃতীয় অধ্যায় : তৃতীয় পরিচ্ছেদ : সংখ্যাবাচক শব্দ
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ‘তৃতীয় অধ্যায় : তৃতীয় পরিচ্ছেদ: সংখ্যাবাচক শব্দ’ থেকে আরো ৭টি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮। পরিমাণবাচক শব্দের অপর নাম কী?
ক) ক্রমবাচক খ) গণনাবাচক
গ) পূরণবাচক ঘ) অঙ্কবাচক
৯। পৌনে অর্থ কী?
ক) পোয়া অংশ
খ) এক চতুর্থাংশ কম
গ) এক চতুর্থাংশ
ঘ) দুই তৃতীয়াংশ
১০। আড়াই-এর পর থেকে পূর্ণ সংখ্যার সাথে অর্ধযুক্ত হলে তাকে বলে-
ক) সোয়া খ) পৌনে
গ) সাড়ে ঘ) সবগুলোই
১১। একই সারি, দল বা শ্রেণিতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে ব্যবহৃত হয়-
ক) পূরণবাচক সংখ্যা
খ) তারিখবাচক
গ) পরিমাণবাচক
ঘ) সবগুলোই
১২। চার ভাগের তিন ভাগকে কী বলে?
ক) তেহাই
খ) তিন চতুর্থাংশ
গ) চৌথা
ঘ) সোয়া এক
১৩। তারিখবাচক শব্দের ১ থেকে ৪ পর্যন্ত কোন নিয়মে সাধিত হয়?
ক) ইংরেজি
খ) হিন্দি
গ) আরবি ঘ) সংস্কৃত
১৪। ‘৯’-এর তারিখবাচক শব্দ কোনটি?
ক) নউই খ) নয়ই
গ) ৯ই ঘ) নয়-ই
উত্তর : ৮. খ, ৯.খ, ১০.গ, ১১.ক, ১২.খ, ১৩.খ, ১৪.ক।


আরো সংবাদ



premium cement