এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা দ্বিতীয়পত্র
তৃতীয় অধ্যায় : তৃতীয় পরিচ্ছেদ : সংখ্যাবাচক শব্দ- আমজাদ হোসেন (পলাশ), সহকারী শিক্ষক (বাংলা), মাস্টার ট্রেইনার, ফরিদপুর উচ্চবিদ্যালয়, ফরিদপুর
- ০৬ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের ‘তৃতীয় অধ্যায় : তৃতীয় পরিচ্ছেদ: সংখ্যাবাচক শব্দ’ থেকে ৭টি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। সংখ্যা গণনার মূল বা একক কোনটি?
ক) শূন্য
খ) এক
গ) শূন্য থেকে নয় পর্যন্ত
ঘ) এক থেকে দশ পর্যন্ত
২। সংখ্যা মানে-
ক) গণনা
খ) গণনা দ্বারা লব্ধ ধারণা
গ) ক ও খ
ঘ) একটিও নয়
৩। সংখ্যাবাচক শব্দ কত প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
৪। ‘ চৌঠা’ কোন ধরনের শব্দ?
ক) পরিমাণবাচক খ) অঙ্কবাচক
গ) পূরণবাচক ঘ) তারিখবাচক
৫। এক এককের চার ভাগের এক ভাগকে কী বলে?
ক) চৌথা খ) সিকি
গ) পোয়া ঘ) সবগুলোই
৬। ‘২১’ এর পূরণবাচক শব্দ কোনটি?
ক) একুশ খ) একবিংশ
গ) একুশে ঘ) সবগুলোই
৭। একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?
ক) পরিমাণবাচক শব্দ
খ) গণনাবাচক সংখ্যা
গ) পূর্ণ সংখ্যার গুণবাচক
ঘ) দশ গুণোত্তর পদ্ধতি
উত্তর : ১. খ, ২. গ, ৩. গ, ৪. ঘ, ৫. ঘ, ৬. খ, ৭. ক।