২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
তৃতীয় অধ্যায় : বল, চতুর্থ অধ্যায় : কাজ, ক্ষমতা ও শক্তি- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ০৪ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : বল’ থেকে আরো ৩টি এবং ‘চতুর্থ অধ্যায় : কাজ, ক্ষমতা ও শক্তি’ থেকে ৮টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
তৃতীয় অধ্যায় : বল
২৭। নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল?
ক) মহাকর্ষ বল
খ) তাড়িত চৌম্বক বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
২৮। তড়িৎ বলের কারণে সৃষ্টি হয়-
i) ঘর্ষণ বল ii) টান বল
iii) ¯িপ্রং বল
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৯। নিউটনের প্রথম সূত্রকে কী সূত্র বলা হয়?
ক) বলের সূত্র খ) জড়তার সূত্র
গ) ভরের সূত্র ঘ) ত্বরণের সূত্র
উত্তর : ২৭. ক, ২৮. খ, ২৯. খ।
চতুর্থ অধ্যায় : কাজ, ক্ষমতা ও শক্তি
১। বল ও সরণের গুণফলকে কী বলে?
ক) শক্তি খ) ক্ষমতা
গ) ত্বরণ ঘ) কাজ
২। কোনো বস্তুর আকার পরিবর্তন করা যায় কিভাবে?
ক) স্থান পরিবর্তন করে
খ) বল প্রয়োগ করে
গ) ঝুলিয়ে রেখে
ঘ) সবগুলো
৩। কাজের মাত্রা সমীকরণ কোনটি?
ক) [ML2T-1] খ) [MLT-2]
গ) [ML2T-3] ঘ) [ML2T-2]
৪। নিচের কোনটি বলের দ্বারা কাজ?
ক) সিঁড়ি বেয়ে উপরে ওঠা
খ) গাছ থেকে আম ভূমিতে পড়া
গ) উপরের দিকে ঢিল ছুড়ে মারা
ঘ) সবগুলো
৫। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক) শক্তি খ) ক্ষমতা
গ) দক্ষতা ঘ) বিভব শক্তি
৬। শক্তির মাত্রা কোনটি?
ক) MLT-1 খ) MLT-2
গ) ML2T-2 ঘ) ML2T-3
৭। কৃতকাজ=?
ক) অর্জিত শক্তি
খ) ব্যয়িত শক্তি
গ) বিভব শক্তি
ঘ) গতি শক্তি
৮। নিচের কোনটির দিক নেই?
ক) সরণ
খ) ওজন
গ) শক্তি
ঘ) চৌম্বক তীব্রতা
উত্তর : ১.ঘ ২.খ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.ক ৭.খ ৮.গ।