এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
অধ্যায় বারো : জীবের বংশগতি ও বিবর্তন- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ০৪ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় বারো : জীবের বংশগতি ও বিবর্তন’ থেকে আরো ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৬. জিন সম্পর্কে সঠিক তথ্য হলো-
i. বংশগতির বাহক
ii. বংশগতির ধারক
iii. কোষের প্রাণকেন্দ্র বলা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭.ডিএনএ প্রযুক্তি যেসব শিল্পে নতুন অধ্যায়ের সূচনা করেছে-
i. চিকিৎসাবিজ্ঞান
ii. মৎস্য ও প্রাণিসম্পদ
iii. পোশাক শিল্প
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৮. থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বলা যায়-
i. এই রোগ বংশপরম্পরায় হয়ে থাকে
ii. এ রোগে রোগী রক্তশূন্যতায় ভোগে
iii. এ রোগে লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১৬. ক, ১৭. ক, ১৮. ঘ।