২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্যাংশ : মমতাদি- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ০২ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : মমতাদি’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘গোলাপী যেখানে বাস করে সেই জায়গাটি বড়ই সঙ্কীর্ণ। তার ঘরের জায়গা অত্যন্ত কম। ঘরের মধ্যে সব জিনিস অগোছালোভাবে পড়ে আছে। আসবাবপত্রগুলো অত্যন্ত পুরনো আর ভাঙা।’
২৩। উদ্দীপকের বিষয়টির সাথে মিল রয়েছে নিচের কোন রচনার-
ক) উদ্যম ও পরিশ্রম খ) মমতাদি
গ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
ঘ) নিরীহ বাঙালি
২৪। উক্ত রচনায় ফুটে উঠেছে নারীর-
i) সংযম ii) অসহায়ত্ব
iii) মমত্ববোধ
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল?
ক) দশ টাকা খ) বারো টাকা
গ) চৌদ্দ টাকা ঘ) ষোল টাকা
২৬। মমতাদির সংসার চলে না কেন?
ক) দুর্যোগে সব বিনষ্ট হয়ে গেছে
খ) স্বামী চার মাস হলো চাকরিচ্যুত
গ) সংসারে টানাটানি ছিল বলে
ঘ) অভাবের সংসার বলে
২৭। ‘তুমি মিথ্যে বলছ দিদি। তোমায় কেউ মেরেছে’- ‘মমতাদি’ গল্পে খোকার এমন কথায় ফুটে উঠেছে-
i) মমতার প্রতি তার ভালোবাসা
ii) মমতার প্রতি তার সৌজন্য
iii) মমতার সাথে তার কৃচ্ছ্রের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৮। মমতাদির কাজের ধরন হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক) অনর্থক প্রশ্ন করল না, কোনো কাজ ফেলে রাখল না
খ) যে বিষয়ে উপদেশ পেল সে তা পালন করল
গ) যে বিষয়ে উপদেশ পেল না পালন করল না
ঘ) মায়ের ভবিষ্যদ্বাণী সফল হলো
২৯। মমতাদি প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত কী জয় করেছিল?
ক) সবার মন খ) লজ্জা
গ) ভয় ঘ) সঙ্কোচ
উত্তর : ২৩.খ, ২৪.ক, ২৫.খ, ২৬. খ, ২৭.ক, ২৮.ক, ২৯.ঘ।