২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : ইসলাম ও নৈতিক শিক্ষা

চতুর্থ অধ্যায় : আখলাক
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : আখলাক’ থেকে আরো ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৪। দেশপ্রেম ও দেশাত্মবোধ না থাকার পরিণতি নিচের কোনটি?
(ক) দেশের স্বার্থের ওপর নিজের স্বার্থকে প্রাধান্য দেয়া
(খ) অন্যের হাতে দেশ তুলে দেয়া
(গ) মানব পাচার করা
(ঘ) সবগুলো
১৫। ধূমপানের আসক্তি মারাত্মক পরিণতি ডেকে আনে-
i. নিজের
ii. পরিবারের
iii. সমাজের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৬। সুফি শব্দটির উৎপত্তি প্রসঙ্গে অধিকতর যুক্তিযুক্ত মত হলো-
(ক) সাফা থেকে উদ্ভূত
(খ) সফ থেকে উদ্ভূত
(গ) সউফ থেকে উদ্ভূত
(ঘ) সুফফা থেকে উদ্ভূত
১৭। সমাজে ইভটিজিং বৃদ্ধির অন্যতম কারণ কোনটি?
(ক) সুবিচারের অভাব
(খ) নৈতিকতার অভাব
(গ) সচেতনতার অভাব
(ঘ) শিক্ষার অভাব
১৮। ‘আসহাবে সুফফা’ মানে কী?
(ক) সাহায্যকারী
(খ) সন্ন্যাসী
(গ) বারান্দার অধিবাসী
(ঘ) সরল পথে গমনকারী
১৯। কোন সূরায় সালাত শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়তে বলা হয়েছে?
(ক) সূরা নিসায়
(খ) সূরা জুমআয়
(গ) সূরা মায়িদায়
(ঘ) সূরা বাকারায়
২০। কোনটির মাধ্যমে মানুষ অধিক পরিমাণে জান্নাত লাভ করবে?
(ক) উত্তম চরিত্র
(খ) দান
(গ) ইবাদাত
(ঘ) লেখাপড়া
২১। হালাল জীবিকা উপার্জনের মাধ্যমে মানুষ কী অর্জন করে?
(ক) সামাজিক মর্যাদা
(খ) মানসিক তৃপ্তি
(গ) আখিরাতে সফলতা
(ঘ) অঢেল ধনসম্পদ
২২। কুৎসা রটানো কী?
(ক) পরনিন্দা
(খ) প্রতারণা
(গ) বিদ্বেষ
(ঘ) গিবত
২৩। বন্ধুত্ব করার সময় কোন দিকটি দেখতে হবে?
(ক) স্বভাব চরিত্র
(খ) শিক্ষা
(গ) বংশ মর্যাদা
(ঘ) অর্থসম্পদ
২৪। ‘সেই সফলকাম যে পবিত্রতা অর্জন করে ও তার প্রভুর নামে জিকর করে এবং সালাত আদায় করে’ এ উক্তিটি কার?
(ক) হযরত ওমর (রা:)
(খ) হযরত আবু বকর (রা:)
(গ) মহানবী (সা:) (ঘ) জ্ঞানীদের
উত্তর : ১৪। ঘ, ১৫। ঘ, ১৬। ক, ১৭। খ, ১৮। গ, ১৯। খ, ২০। ক, ২১। গ, ২২। ঘ, ২৩। ক, ২৪। গ।


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের নথি তলব দুদকের প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আ’লীগের গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে : ফখরুল আশুলিয়ায় লাশ পোড়ানো সাবেক এমপি ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা আমাদের শাসক আমরা ঠিক করব ভারত নয় : ডা: শফিক প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন চিঠির জবাব পেলে হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপ

সকল