২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : ইসলাম ও নৈতিক শিক্ষা
তৃতীয় অধ্যায় : ইবাদাত- মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর।
- ২৩ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : ইবাদাত’ থেকে আরো ১৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮। কোন ইবাদাত মানুষের মনের সকল ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়?
ক) রোজা খ) নামাজ
গ) জাকাত ঘ) হজ
৯। আমরা কিভাবে ইবাদাত করব সে পথ শিখিয়ে দিয়েছেন-
ক) রাসূলগণ
খ) আল্লাহ
গ) রাসূল ও খলিফাগণ
ঘ) আল্লাহ ও তাঁর রাসূল
১০। হজের মাধ্যমে মানুষের অন্তর থেকে কী দূর হয়?
ক) হিংসা-বিদ্বেষ খ) ক্রোধ
গ) কৃপণতা ঘ) মুনাফেকি
১১। মহান আল্লাহ কেন রোজা ফরজ করেছেন?
ক) আল্লাহর পুরস্কার লাভের জন্য
খ) তাকওয়ার গুণ অর্জন করার জন্য
গ) সুস্থতা লাভের জন্য
ঘ) আল্লাহর রহমত লাভের জন্য
১২। কোন ইবাদাত প্রতিমুহূর্তে আল্লাহর আইন মেনে চলার উৎসাহ প্রদান করে?
ক) জাকাত খ) জিহাদ
গ) সালাত ঘ) রোজা
১৩। নারীগণের জিহাদে অংশগ্রহণ কী দ্বারা প্রমাণিত?
ক) ইজমা খ) হাদিস
গ) কুরআন ঘ) কিয়াস
১৪। ধর্মযুদ্ধে অংশগ্রহণকারীকে কী বলে?
ক) মুজাহিদ খ) আনসার
গ) মুহাজির ঘ) শহীদ
১৫। হাক্কুল ওয়ালেদাইন অর্থ কী?
ক) প্রতিবেশীর হক
খ) আত্মীয়ের হক
গ) পিতা-মাতার হক
ঘ) আল্লাহর হক
১৬। জাকাত শব্দের অর্থ কী?
ক) অনুদান খ) পবিত্রতা
গ) সঙ্কল্প ঘ) সেবা
১৭। মানুষ মুরতাদ হওয়ার কারণ নিচের কোনটি?
ক) সালাত ত্যাগ
খ) পিতামাতার অবাধ্যতা
গ) জাকাত অস্বীকার
ঘ) সাওম পরিত্যাগ
১৮। সাওম সাধনার মাধ্যমে বান্দার কী পরীক্ষা হয়?
ক) তাকওয়ার খ) ধৈর্যের
গ) সততার ঘ) জ্ঞানের
১৯। হজ শব্দের অর্থ কী?
ক) সংকল্প করা
খ) ইবাদাত করা
গ) পবিত্রতা অর্জন
ঘ) বিরত থাকা
২০। কিসের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়?
ক) হজ খ) জাকাত
গ) সালাত ঘ) সাওম
২১। জাকাত আদায় করা কী?
ক) সুন্নত খ) ফরজ
গ) মুস্তাহাব
ঘ) ওয়াজিব
২২। নিজ আত্মীয়কে দান করলে একসাথে কয়টি কাজ হয়?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
২৩। ‘মুরতাদ’ মানে-
ক) মুনাফিক
খ) মুশরিক
গ) মিথ্যাবাদী
ঘ) ইসলামচ্যুত
২৪। আল্লাহ ও রাসূলের আনুগত্য করা কী?
ক) সুন্নত খ) ফরজ
গ) ওয়াজিব ঘ) মুবাহ
উত্তর : ৮. ঘ, ৯. ঘ, ১০. গ, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. ঘ, ২১. খ, ২২. ক, ২৩. ঘ, ২৪. খ।