এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
অধ্যায় এগারো : জীবের প্রজনন- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ১৯ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় এগারো : জীবের প্রজনন’ থেকে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. যৌন জননে কয়টি জনন কোষ মিলিত হয়?
ক) ৫টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ২টি
২. জাইগোটের বিভাজন কোনটি?
ক) এমাইটোটিক
খ) মিয়োটিক
গ) সব ক’টি
ঘ) মাইটোটিক
৩. বৃন্তযুক্ত ফুলকে কী বলা হয়?
ক) অবৃন্তক ফুল
খ) সবৃন্তক ফুল
গ) সম্পূর্ণ ফুল
ঘ) অসম্পূর্ণ ফুল
৪. খণ্ডিত বৃতিকে কী বলে?
ক) বিযুক্ত বৃতি
খ) যুক্ত বৃতি
গ) বৃত্তাংশ
ঘ) দল
৫. পুংস্তবকে থলির মতো অংশটি কী?
ক) পুংকেশর
খ) পুংদণ্ড
গ) পরাগথলি
ঘ) পরাগনালী
৬. গর্ভপত্র আলাদা থাকলে তাকে কী বলে?
ক) বিযুক্ত গর্ভপত্রী
খ) যুক্ত গর্ভপত্রী
গ) গর্ভদণ্ড
ঘ) গর্ভমুণ্ড
৭. ফুলসহ শাখাকে কী বলে?
ক) পুষ্পমঞ্জুরি
খ) মঞ্জুরিদণ্ড
গ) পুষ্পাক্ষ
ঘ) পুষ্পপুট
৮. প্রতিটি পরাগরেণু কী?
ক) ডিপ্লয়েড কোষ
খ) ট্রিপ্লয়েড কোষ
গ) পলিপ্লয়েড কোষ
ঘ) হ্যাপ্লয়েড কোষ
উত্তর : ১.ঘ, ২.ঘ, ৩.খ, ৪.ক, ৫.গ, ৬.ক, ৭.ক, ৮.ঘ।