২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
দ্বিতীয় অধ্যায় : গতি- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ১৬ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : গতি’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৩। সূর্যের চারদিকে পৃথিবীর গতি-
ক) রৈখিক গতি
খ) চলন গতি
গ) স্পন্দন গতি
ঘ) পর্যাবৃত্ত গতি
১৪। সরল দোলনের গতি হচ্ছে-
ক) রৈখিক গতি
খ) চলন গতি
গ) ঘূর্ণন গতি
ঘ) পর্যাবৃত্ত গতি
১৫। যা পরিমাপ করা যায় তাকে কী বলে?
ক) অপদার্থ
খ) ধাতু
ক) পর্যাবৃত্ত গতি রাশি
ঘ) মাত্রা
১৬। ভেক্টর রাশি কোনটির অপর নাম?
ক) দিক রাশি
খ) অদিক রাশি
গ) স্কেলার রাশি
ঘ) সবগুলো
১৭। কোনটি ভেক্টর রাশি?
ক) ঘনত্ব
খ) চৌম্বক তীব্রতা
গ) শক্তি
ঘ) আপেক্ষিক গুরুত্ব
১৮। দু’টি ভেক্টর রাশির মান যদি ৪ সে. মি. ও ৩ সে. মি. হয় তবে তাদের মধ্যবর্তী কোণের ওপর নির্ভর করে যোগফলের মান হবে-
ক) ১ সে. মি.
খ) ৩ সে. মি.
গ) ৭ সে. মি.
ঘ) ১ থেকে ৭ সে. মি. পর্যন্ত যেকোনো সংখ্যা
১৯। ৪০ঔ কী ধরনের রাশি?
ক) দিক রাশি
খ) স্কেলার রাশি
গ) ভেক্টর রাশি
ঘ) মৌলিক রাশি
২০। নির্দিষ্ট দিকে দূরত্ব বা অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক) দূরত্ব
খ) ত্বরণ
গ) মন্দন
ঘ) সরণ
২১। নিচের তথ্যগুলো লক্ষ করো?
i) প্রসঙ্গ বিন্দুটি জানা বিন্দু
ii) প্রসঙ্গ বিন্দুটি অজানা বিন্দু
iii) প্রসঙ্গ বিন্দু সুবিধা মতো ধরা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii
উত্তর : ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. ঘ, ১৯. খ, ২০. ঘ, ২১. খ।