২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথমপত্র

গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮। শিক্ষার মাধ্যমে কয়টি স্বাধীনতা অর্জিত হয়?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
৯। শিক্ষার আসল কাজ কী ?
ক) শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা
খ) মূল্যবোধ সৃষ্টি
গ) অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি দেয়া
ঘ) জ্ঞান দান
১০। মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদগ্রন্থ কোনটি?
(ক) সুখ (খ) শ্রীমতী
(গ) দুঃখ (ঘ) সত্যাসত্য
১১। ‘আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হবে সহজে দানাপানি পাওয়ার লোভে?’ এখানে মানুষের জীবনের কোন দিকটি তুলে ধরা হয়েছে?
ক) মানুষ অর্থের নিগড়ে বন্দী
খ) খাঁচার পাখি মুক্তি চায়
গ) জগতে অর্থ প্রয়োজনীয়
ঘ) প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়
১২। তাই দুই দিক থেকে কাজ চলা দরকার, দিক দু’টি হলো-
i) আত্মিক মুক্তি
ii) মনুষ্যত্বের আহ্বান
iii) অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩। শিক্ষার অপ্রয়োজনীয় দিক প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
ক) ক্ষুৎপিপাসার চেতনা
খ) মনের মালিক হওয়া
গ) মনুষ্যত্ব বোধের ধারণা
ঘ) আর্থিক প্রতিষ্ঠার আগ্রহ
১৪। অর্থসাধনা জীবনসাধনা নয়, কারণ-
i) অর্থচিন্তা থেকে মুক্তি নেই
ii) মনুষ্যত্ব লোকের সম্মানই আসল
iii) জীবন মানবসত্তা ও জীবসত্তার সমন্বয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। আমাদের প্রকৃত অবনতি কে দেখিয়ে দিচ্ছে ?
ক) বিবেক খ) শিক্ষা
গ) চোখ ঘ) শিক্ষিত সমাজ
উত্তর : ৮. খ, ৯. খ, ১০.ক, ১১.ঘ, ১২.খ, ১৩.খ, ১৪.গ, ১৫. ক।


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল