২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : ইসলাম ও নৈতিক শিক্ষা
দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস- মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর।
- ১৬ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২১। ‘জীবনের প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান’ ইহা পবিত্র কুরআনের কোন সূরার শিক্ষায় বলা হয়েছে?
ক. সূরা ইন্শিরাহ
খ. সূরা আদ্দুহা
গ. সূরা আত্তীন
ঘ. সূরা আল কাদর
২২। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল-
ক. উম্মে আবদ
খ. উম্মে আয়মন
গ. উম্মে জামিল
ঘ. উম্মে রুম্মান
২৩। শরিয়তের মূল উৎস-
ক. ইজমা খ. হাদিস
গ. কিয়াস ঘ. কুরআন
২৪। কোন যুদ্ধে অনেক হাফিজ সাহাবি শাহাদতবরণ করেন?
ক. ইয়ামামার যুদ্ধে
খ. ওহুদ যুদ্ধে
গ. বদর যুদ্ধে
ঘ. হুনায়নের যুদ্ধে
২৫। সম্পূর্ণ কুরআন কোন রাতে নাজিল হয়?
ক. মিরাজের রাতে
খ. কদরের রাতে
গ. শবেবরাতের রাতে
ঘ. আরাফার রাতে
২৬। লাওহে মাহফুজ হতে সম্পূর্ণ কুরআন মাজিদ একই সাথে নাজিল হয়-
ক. আরশে আজিমে
খ. হেরা গুহায়
গ. বায়তুল ইযযাহ নামক স্থানে
ঘ. পঞ্চম আকাশে
২৭। হাশরের ময়দানে প্রত্যেকের নিজস্ব আমলনামা প্রত্যক্ষ করবে। এটি কোন সূরার শিক্ষা?
ক. ইনশিরাহ খ. আত্ তীন
গ. দোহা ঘ. যিলযাল
২৮। আহসানা শব্দের অর্থ কী?
ক. পরিজন
খ. অনুগ্রহ করলেন
গ. সমগ্র সৃষ্টি
ঘ. প্রয়োজন
২৯। ‘মুয়াত্তা’ গ্রন্থের প্রণেতা কে?
ক. ইমাম মালিক
খ. ইমাম বুখারি
গ. ইমাম মুসলিম
ঘ. ইমাম আবু হানিফা
৩০। হিজরি কত শতকে ছয়টি হাদিসগ্রন্থ সঙ্কলিত হয়?
ক. হিজরি দ্বিতীয়
খ. হিজরি তৃতীয়
গ. হিজরি চতুর্থ
ঘ. হিজরি পঞ্চম
৩১। মূল কথা আল্লাহর ভাষা রাসূল সা:-এর এমন বক্তব্যকে কোন ধরনের হাদিস বলে?
ক. মারফু খ. মাতলু
গ. কুদসি ঘ. মাওকুফ
৩২। ইমাম বুখারি রহ:-এর পূর্ণ নাম কী?
ক. আবদুর রহমান ইবনে সোয়াইব
খ. আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা
গ. মুহাম্মদ ইবনে ইসমাইল
ঘ. আহমাদ ইবনে ইসমাইল
৩৩। মুমিন ব্যক্তিগণ যদি কোনো বিষয়ে ঐকমত্য পোষণ করেন, তবে তাদের বিরোধিতা করা-
ক. চরম পাপ
খ. পাপ
গ. জায়েজ
ঘ. মাকরুহ
উত্তর : ২১. ক, ২২. গ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. খ, ৩০. ক, ৩১. গ, ৩২. গ, ৩৩. ক।